ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে জয় বাংলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত: ০০:৫৪, ১৬ মার্চ ২০২৩

শেরপুরে জয় বাংলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে

শেরপুরে প্রথমবারের মতো জেলা পুলিশের উদ্যোগে ‘জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ। উদ্বোধনী ম্যাচে শেরপুর জেলা পুলিশ দল ৮ রানে নালিতাবাড়ী উপজেলা একাদশকে হারায়। 
উল্লেখ্য, নকআউট ভিত্তিতে মোট ৮টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। ফাইনালে বিজয়ী দল ২ লাখ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দল ১ লাখ টাকা প্রাইজ মানি ও ট্রফি পাবে।

×