
পাকিস্তানের ব্যাটিং।
দ্বিতীয় ওভারেই মোস্তাফিজ কমালেন চাপ, পুরো ইনিংস জুড়েই রান দিলেন তিনি। তবে প্রথম ওভার দুর্দান্ত করলেন তাসকিন আহমেদ।
ধীরগতিতে খেলতে থাকা বাবর আজমকে ফেরান মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান ঝড়ের গতিতে রান তুলতে পারেনি, তবে কমও যায়নি।
ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১৬৮ রান। ৫ উইকেট হারিয়ে টাইগারদের সামনে এই লক্ষ্য দিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডে পৌঁছালেও অধিনায়ক সাকিবকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান।
টস হেরে ব্যাট করতে নেমে ৫২ রানের উদ্বোধনী জুটি পায় পাকিস্তান। ২৫ বলে ২২ রান করে মিরাজের বলে মোস্তাফিজের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন অধিনায়ক বাবর আজম। এরপর শান মাসুদের সঙ্গে ৪২ রানের জুটি হয় মোহাম্মদ রিজওয়ানের।
২২ বলে ৩১ রান করে নাসুম আহমেদের শিকার হন তিনি। ৬ বলে ৬ রান করা হায়দার আলির ক্যাচ দারুণভাবে ধরেন বাউন্ডারির কাছে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বি।
একপ্রান্তে উইকেট গেলেও অন্য প্রান্তে হাল ধরেন রিজওয়ান। শেষ অবধি অপরাজিত থেকে ৫০ বলে ৭৮ রান করেন তিনি। বাংলাদেশের হয়ে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন।
এসআর