
ছবি: প্রতীকী
গুগল ব্যবহারকারীদের বিরুদ্ধে হ্যাকারদের আক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড চুরির উদ্দেশ্যে চালানো ইমেইলভিত্তিক ফিশিং আক্রমণ বেড়েছে ৮৪ শতাংশ। গুগলের ভাষ্য অনুযায়ী, চলমান বছরে এই হুমকি আরও তীব্র আকার ধারণ করেছে।
এই বিষয়ে সম্প্রতি গুগলের পণ্য ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র ডিরেক্টর অ্যান্ডি ওয়েন এক বিবৃতিতে বলেন, ‘হ্যাকাররা এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয়ভাবে ফিশিং এবং তথ্য চুরির কৌশল ব্যবহার করছে। গুগলের ডেটা অনুযায়ী, মোট সাইবার আক্রমণের অন্তত ৩৭ শতাংশই সফল হয় এসব কৌশলের মাধ্যমে।’
তিনি আরও জানান, হ্যাকাররা এখন শুধু পাসওয়ার্ড চুরি নয়, বরং কুকি ফাইল ও অথেন্টিকেশন টোকেন চুরির পথেও অ্যাকাউন্টে অনুপ্রবেশ করছে।
হ্যাক হয়েছে গুগল অ্যাকাউন্ট? আতঙ্ক নয়, করণীয় জেনে নিন
প্রতিদিন গুগলের হেল্প ফোরাম, রেডিট ও অন্যান্য প্ল্যাটফর্মে অসংখ্য ব্যবহারকারী তাদের হ্যাক হওয়া অ্যাকাউন্ট ফিরে পাওয়ার সাহায্য চাইছেন। আপনি যদি এমন পরিস্থিতির মুখোমুখি হন, তাহলে আতঙ্কিত না হয়ে নিচের সহজ ধাপগুলো অনুসরণ করুন-
গুগল অ্যাকাউন্ট উদ্ধার করার ধাপসমূহ:
১. রিকভারি লিংকে যান
আপনার ওয়েব ব্রাউজার খুলে যান g.co/recover ঠিকানায়। সেখানে আপনার Gmail আইডি প্রবেশ করান। চেষ্টা করুন এমন একটি কম্পিউটার বা ফোন ব্যবহার করতে যেটি থেকে আপনি পূর্বে অ্যাকাউন্টে লগইন করেছিলেন।
২. সঠিকভাবে প্রশ্নগুলোর উত্তর দিন
গুগল আপনাকে কিছু নিরাপত্তামূলক প্রশ্ন জিজ্ঞেস করবে। সম্ভব হলে আপনার আগের কোনো পাসওয়ার্ড দিন। না মনে থাকলে আনুমানিক উত্তর দিন।
৩. নিরাপত্তা কোড গ্রহণ করুন
গুগল আপনার রিকভারি ইমেইল, ফোন নম্বর, অথেন্টিকেটর অ্যাপ বা সরাসরি আপনার ডিভাইসে একটি সিকিউরিটি কোড পাঠাতে পারে। মনে রাখবেন, গুগল কখনোই ইমেইল, ফোন বা মেসেজের মাধ্যমে আপনার পাসওয়ার্ড বা ভেরিফিকেশন কোড চাইবে না। কেউ চাইলে বুঝবেন, এটি একটি প্রতারণা।
৪. পাসওয়ার্ড রিসেট করুন
সব কিছু যাচাইয়ের পর গুগল আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করার সুযোগ দেবে। তখনই নতুন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট সুরক্ষিত করুন।
বিশেষজ্ঞরা বলছেন, গুগল অ্যাকাউন্টে দুইস্তরের নিরাপত্তা (2-Step Verification) চালু রাখা, সন্দেহজনক ইমেইলের লিংকে ক্লিক না করা এবং নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করাই হলো হ্যাকিং রোধের সেরা উপায়।
গুগল জানিয়েছে, তারা এসব হুমকি মোকাবেলায় প্রতিনিয়ত প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি ব্যবহারকারীদের সচেতন করার কাজও চালিয়ে যাচ্ছে।
সূত্র: ফোর্বস।
রাকিব