
বর্তমানে ওয়েব ব্রাউজার জগতে একক আধিপত্য ধরে রেখেছে গুগল ক্রোম। এবার সেই আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে নিজেদের ওয়েব ব্রাউজার আনছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।
সম্প্রতি এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর এই ব্রাউজার শিগগিরই বাজারে উন্মুক্ত করা হবে।
ওপেনএআইয়ের নতুন এই ব্রাউজারে সংস্থার নিজস্ব এআই এজেন্ট যুক্ত থাকবে, যা ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করবে। অনলাইনে ফরম পূরণ, টিকিট বা হোটেল বুকিংয়ের মতো কাজগুলো ব্রাউজার নিজেই করতে পারবে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি ওপেনএআইয়ের একটি বড় ব্যবসায়িক কৌশল। বর্তমানে প্রতি সপ্তাহে অন্তত একবার চ্যাটজিপিটি ব্যবহার করেন প্রায় ৫০ কোটি মানুষ। এই ব্যবহারকারীদের একটি অংশও যদি নতুন ব্রাউজারটি গ্রহণ করেন, তাহলে গুগলের বিজ্ঞাপনভিত্তিক আয়ে বড় ধরনের প্রভাব পড়তে পারে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মোট আয়ের প্রায় তিন-চতুর্থাংশই আসে বিজ্ঞাপন থেকে।
রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাউজারটি গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হতে পারে। ওপেনএআই আশা করছে, এটি মানুষের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে আমূল বদলে দেবে।
তবে ওপেনএআইয়ের জন্য এই যাত্রা সহজ হবে না। ওয়েব অ্যানালিটিক্স ফার্ম স্ট্যাটকাউন্টার জানিয়েছে, বর্তমানে বিশ্বের দুই-তৃতীয়াংশের বেশি ইন্টারনেট ব্যবহারকারী গুগল ক্রোম ব্যবহার করেন, যার সংখ্যা ৩০০ কোটিরও বেশি। দ্বিতীয় স্থানে থাকা অ্যাপলের সাফারির বাজার অংশ মাত্র ১৬ শতাংশ।
এরই মধ্যে পারপ্লেক্সিটি, দ্য ব্রাউজার কোম্পানি এবং ব্রেভের মতো আরও কয়েকটি এআই স্টার্টআপ নিজেদের ব্রাউজার বাজারে এনেছে।
প্রসঙ্গত, ২০২২ সালের শেষের দিকে স্যাম অল্টম্যানের নেতৃত্বে ওপেনএআই চ্যাটজিপিটির মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। এরপর গুগল নিজেদের এআই মডেল তড়িঘড়ি করে উন্মুক্ত করতে বাধ্য হয়। এবার ওয়েব ব্রাউজার এনে সরাসরি গুগলের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে ওপেনএআই।
মিমিয়া