
ছবিঃ সংগৃহীত
আপনার স্মার্টফোনটি চার্জে দিলেই কি অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়? তাহলে আর দেরি নয়, এখনই সতর্ক হওয়া প্রয়োজন। কারণ এই ধরনের সমস্যার পিছনে লুকিয়ে থাকতে পারে কিছু মারাত্মক ভুল অভ্যাস, যেগুলো থেকে স্মার্টফোন বিস্ফোরণের মতো ভয়ঙ্কর দুর্ঘটনাও ঘটে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ফোনে অতিরিক্ত গরম হওয়া বা ওভারহিটিং শুধু ডিভাইসের আয়ু কমায় না, বরং এটি নিরাপত্তার জন্যও বড় হুমকি। ফোন বিস্ফোরণের বেশিরভাগ ঘটনাতেই দেখা গেছে, ব্যবহারকারীরা সচেতন না হয়ে নিয়মিত কিছু ভুল করে চলেছেন। নিচে রইল এমনই ৫টি বিপজ্জনক ভুল, যা থেকে আপনিও হতে পারেন দুর্ঘটনার শিকার—
১) নকল বা কমদামি চার্জার ব্যবহার
অনেকেই মূল ব্র্যান্ডের চার্জারের বদলে সস্তা বা চায়না চার্জার ব্যবহার করেন। এসব চার্জারে সার্কিট প্রোটেকশন না থাকায় ফোন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে এবং বিস্ফোরণ ঘটার আশঙ্কা থাকে।
২) চার্জ দেওয়ার সময় মোবাইল ব্যবহার করা
চার্জে থাকা অবস্থায় গেম খেলা, ভিডিও দেখা বা কথা বলা ফোনের প্রসেসর ও ব্যাটারির ওপর বাড়তি চাপ ফেলে। এতে দ্রুত গরম হয় ফোন, আর সেটাই বাড়িয়ে দেয় বিস্ফোরণের ঝুঁকি।
৩) সারারাত ফোন চার্জে রেখে ঘুমানো
এখনো অনেকেই রাতে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। অতিরিক্ত সময় চার্জে থাকলে ব্যাটারি ও সার্কিট অতিরিক্ত গরম হয়ে যায়। এতে ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে, এমনকি আগুনও ধরে যেতে পারে।
৪) গরম জায়গায় ফোন চার্জে রাখা
রোদে রাখা গাড়ির মধ্যে বা খুব গরম রুমে ফোন চার্জ দিলে ফোন দ্রুত অতিরিক্ত তাপ সৃষ্টি করে। এতে ব্যাটারির সেল ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং বিস্ফোরণের আশঙ্কা বাড়ে।
৫) হার্ডকেস বা মোটা কভারের মাধ্যমে চার্জ দেওয়া
অনেকে মোবাইল কেস না খুলেই চার্জে দেন, বিশেষ করে মোটা সিলিকন বা প্লাস্টিক কভার থাকলে। এতে তাপ বাইরে বের হতে না পেরে ভিতরে জমে যায় এবং ফোন গরম হয়ে পড়ে বিপজ্জনকভাবে।
কী করবেন?
✔ সবসময় অরিজিনাল ও ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করুন
✔ চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার এড়িয়ে চলুন
✔ রাত্রিবেলা চার্জে না রেখে দিনেই নজরদারিতে চার্জ দিন
✔ ফোনের কভার খুলে চার্জে দিন, বিশেষ করে গরমে
✔ চার্জিংয়ের সময় ফোন গরম লাগলে সঙ্গে সঙ্গে চার্জার খুলে ফেলুন
স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু একটু অসতর্কতা মারাত্মক বিপদের কারণ হতে পারে। তাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
ইমরান