ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মৃত্যুর আগে পৃথিবী নিয়ে স্টিফেন হকিংয়ের ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী

প্রকাশিত: ২১:২১, ৮ জুলাই ২০২৫

মৃত্যুর আগে পৃথিবী নিয়ে স্টিফেন হকিংয়ের ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ ও মহাকাশবিজ্ঞানী স্টিফেন হকিং তাঁর মৃত্যুর আগমুহূর্তে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে এক শঙ্কাজনক ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। তাঁর মতে, যদি মানুষ এখনই নিজের আচরণ না পরিবর্তন করে, তবে আগামী কয়েক শতাব্দীর মধ্যেই পৃথিবী হয়ে উঠবে এক মৃত্যু উপত্যকা।

২০১৭ সালে চীনের টেনসেন্ট ডব্লিউই সামিটে দেওয়া এক ভাষণে তিনি বলেন, এই গ্রহটিকে বাঁচানোর সময় খুবই অল্প। তিনি সতর্ক করে দেন যে, ক্রমবর্ধমান জনসংখ্যা ও লাগামহীন জ্বালানি ব্যবহার পৃথিবীকে রূপ দিতে পারে শুক্র গ্রহের মতো এক উত্তপ্ত নরকে।

২৬০০ সালের মধ্যে পৃথিবী বসবাসের অযোগ্য?

হকিংয়ের ভাষ্য মতে, ২৬০০ সালের মধ্যে পৃথিবী এতটাই উত্তপ্ত হয়ে উঠবে যে মানুষের পক্ষে এখানে টিকে থাকা অসম্ভব হয়ে যাবে। বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধি, কার্বন নিঃসরণ, প্রাকৃতিক সম্পদের নিঃশেষকরণ—এই সব কিছু মিলে তৈরি করছে এক ভয়াবহ ভবিষ্যৎ।

তিনি বলেন, ‘যেভাবে আমরা পরিবেশ ধ্বংস করছি, তাতে পৃথিবীর পৃষ্ঠতল এক সময় উষ্ণ হয়ে উঠবে শুক্র গ্রহের মতোই। সেই পরিস্থিতিতে অক্সিজেন, পানি ও খাদ্য—সব কিছুই থাকবে সংকটে।’

সমাধানের সময় সীমিত

হকিং তাঁর বক্তৃতায় উল্লেখ করেন, মানবজাতির হাতে এখনো কিছু সময় আছে, কিন্তু সেটা খুবই অল্প। হয় এখনই পরিবেশ রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, নয়তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে এক বিধ্বস্ত পৃথিবী।

সমাধানের জন্য তিনি উল্লেখ করেন—

  • নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি
  • জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো
  • গ্লোবাল ওয়ার্মিং রোধে যৌথ আন্তর্জাতিক পদক্ষেপ
  • জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে টেকসই জীবনব্যবস্থা নিশ্চিতকরণ

বিকল্প কি মহাকাশে বসতি স্থাপন?

স্টিফেন হকিং তাঁর বক্তৃতায় আরও একটি বিকল্প পথের কথা বলেন—মহাকাশে বসতি স্থাপন। তিনি বিশ্বাস করতেন, একসময় মানবজাতিকে পৃথিবীর সীমা ছাড়িয়ে নতুন গ্রহে বসতি গড়তে হবে। এই ভাবনার সাথে একমত হয়েছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কও, যিনি মঙ্গলে মানুষের বসতি স্থাপনের স্বপ্ন দেখছেন।

তবে এ নিয়ে বিজ্ঞানী মহলে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন, পৃথিবীর সমস্যাগুলোর সমাধান না করে মহাকাশে পালিয়ে যাওয়ার চিন্তা অযৌক্তিক। তাদের মতে, আমাদের মূল ফোকাস হওয়া উচিত এই গ্রহটিকেই বাঁচানো।

 

সূত্র: https://3dvf.com/en/before-his-death-stephen-hawking-delivered-a-chilling-prophecy-about-the-future-of-our-planet/

রাকিব

×