ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

বিশ্বের সবচেয়ে বড় জরিমানা গুগলকে: যা কল্পনাকেও ছাড়িয়ে গেছে!

প্রকাশিত: ২২:৪৯, ১ নভেম্বর ২০২৪

বিশ্বের সবচেয়ে বড় জরিমানা গুগলকে: যা কল্পনাকেও ছাড়িয়ে গেছে!

প্রতিদিন নানা বিচিত্র বিষয় আমরা দেখে থাকি, শুনে থাকি। স্বাভাবিকভাবেই এমন সব বিষয়ে আমরা আশ্চর্য হই। এমনই একটি ঘটনা ঘটেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সাথে। 

সম্প্রতি রাশিয়ার একটি আদালতে তাঁদের জরিমানা করা হয়েছে। কিন্তু আশ্চর্য হওয়ার বিষয় সেটা নয়। আপনি মাথা ঘুরে যেতে পারেন এটা শুনে যে গুগলকে যে পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে সে পরিমাণ অর্থ গুগলের কাছে তো দূরে থাক পুরো পৃথিবীতেই নেই। অর্থাৎ, সারা পৃথিবীর মজুদ অর্থ দিয়েও রাশিয়ার আদালতের ধার্য করা জরিমানা পরিশোধ করতে পারবে না গুগল!

ইউটিউবে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া চ্যানেলগুলোকে সীমাবদ্ধ (রেসট্রিক্ট) করে রাখার অভিযোগে গুগলকে দুটি আনডেসিলিয়ন রবেল (রাশিয়ার মুদ্রা) জরিমানা করেছে। এর অর্থ হচ্ছে ২ এর পরে ৩৬টি শূন্য! হ্যাঁ, রাশিয়ান মুদ্রায় সংখ্যাটা এতোই বড়। 

কিন্তু মার্কিন ডলারে রুপান্তর করলেও সংখ্যাটা যে খুব ছোট দেখাবে এমন নয়। ডলারের হিসেবেও গুগলকে জরিমানা করা অর্থের সংখ্যাটা এরুপ: ২০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০

হ্যাঁ, মার্কিন ডলারের হিসেবেও এই পরিমাণ অর্থই জরিমানা দিতে বলা হয়েছে গুগলকে। বিশ্বের অন্যতম ধনী প্রতিষ্ঠান গুগল তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাশিয়ার আদালতে জরিমানা করা অর্থ গুগলের বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে বিশ্বের মোট জিডিপি’র পরিমাণ ১১০ ট্রিলিয়ন। গুগলের জরিমানার অঙ্কটা এমনকি এর চেয়েও বেশি!

তথ্যসূত্র: বিবিসি

 

রাজু

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে