
আইটি ডট কম প্রতিবেদক ॥ গত শনিবার দেশের জনপ্রিয় বি২বি হোলসেইল মার্কেটপ্লেস জায়ান্ট সদাগর.কম এর প্রতিষ্ঠান ‘সদাগর এক্সপ্রেস’ এর সেন্ট্রাল ডিপোর উদ্বোধন হয়েছে। রাজধানীর মেরাদিয়ায় অবস্থিত সেন্ট্রাল ডিপো বা পণ্য সর্টিং পয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মঈন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আরিফ চৌধুরী, জাহিদ শাহ, সৈয়দ মুনির হোসাইন প্রমুখ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মঈন বলেন, পণ্যের ডেলিভারীতে সমগ্র বাংলাদেশ যেকোন জায়গায় লজিস্টিক সাপোর্টের প্রয়োজনে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কুরিয়ার সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীদের উপকৃত করবে বলে আমার বিশ্বাস। সদাগর এক্সপ্রেসের হটলাইন : ০৯৬১২২০০৬০০