ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ইবরাহিম (আ.)-এর আবেদনে মৃতকে জীবিত করেছিলেন আল্লাহ!

প্রকাশিত: ২১:৪১, ৩১ জুলাই ২০২৫

ইবরাহিম (আ.)-এর আবেদনে মৃতকে জীবিত করেছিলেন আল্লাহ!

ছবি: সংগৃহীত

মহান আল্লাহর শক্তিমত্তা অতুলনীয় ও অসীম। তিনি একমাত্র সৃষ্টিকর্তা, যিনি আকাশ, পৃথিবী ও সমগ্র সৃষ্টি জগৎ তাঁর কুদরতে সৃষ্টি করেছেন। আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না। তেমনি একবার ইব্রাহিম (আলাইহি ওয়াসাল্লাম)-এর আবেদনে মহান আল্লাহ মৃতকে জীবিত করেছিলেন। 

হযরত ইব্রাহিম (আলাইহিস সালাম) আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন: হে আল্লাহ, আপনি কিভাবে মৃতকে পুনরায় জীবিত করবেন তা আমাকে দেখান। এ ব্যাপারে পবিত্র কোরআনে বর্ণিত আছে: “আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আমাকে দেখান আপনি কিভাবে মৃতদেরকে জীবিত করেন। তিনি বললেন: তুমি কি বিশ্বাস করোনি? সে বলল: অবশ্যই হ্যাঁ, কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয়।”

আল্লাহ তাআলা ইব্রাহিম (আ.)-এর আবেদন কবুল করলেন এবং বিষয়টি প্রত্যক্ষ করাবার জন্য একটি অভিনব ব্যবস্থা গ্রহণ করলেন। আল্লাহ তাআলা তাঁকে চারটি পাখি ধরে নিজের কাছে রেখে সেগুলোকে এমনভাবে লালন-পালন করার নির্দেশ দিলেন যেন সম্পূর্ণরূপে পোষ মানে এবং ডাকা মাত্রই তার হাতের কাছে চলে আসে।

পরে নির্দেশ দিলেন, পাখিগুলো জবাই করে তার হাড়, মাংস, পাখা ইত্যাদি সবকিছু টুকরো টুকরো করে ভালোভাবে মিশিয়ে কয়েকটি ভাগে বিভক্ত করে নিজের পছন্দমতো কয়েকটি পাহাড়ে একটি একটি করে ভাগ রেখে দিতে। কোরআনে আল্লাহ বলেন: “তাহলে তুমি চারটি পাখি নাও, এরপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও, এরপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরো অংশ রেখে এসো।”

ইব্রাহিম (আ.) তাই করলেন। সবশেষে তিনি যখন পাখিগুলোকে ডাকলেন, সঙ্গে সঙ্গে হাড়ের সাথে হাড়, পাখার সাথে পাখা, গোশতের সাথে গোশত, রক্তের সাথে রক্ত মিলে পাখিগুলো আগের রূপ ধারণ করল এবং উড়ে এসে তাঁর কাছে উপস্থিত হলো।

এ সম্পর্কে কোরআনে আল্লাহ বলেন: “তারপর সেগুলোকে ডাকো, সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।”
 

শেখ ফরিদ

×