ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

৭ দফার ভিত্তিতে আল কুরআনের আলোকে সমাজ গড়তে চাই

নিজস্ব সংবাদদাতা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ২০:৪৭, ১১ জুলাই ২০২৫

৭ দফার ভিত্তিতে আল কুরআনের আলোকে সমাজ গড়তে চাই

নারায়নগঞ্জের আড়াইহাজারে কালাপাহারীয়া ইউনিউয়নে জামায়েত ইসলামের উদ্যোগে গনসংযোগ করা হয়।গতকাল শুক্রবার ১১ই জুলাই রবিবার আগামী ১৯ জুলাই শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবি আদায়ে জামায়াতের জাতীয় সমাবেশে যোগদানের জন্য এই গনসংযোগ করা হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ ২ আসন আড়াইহাজারের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যাপক ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর জনাব মাওলানা হাদিউল ইসলাম।উপজেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তৌফিকুল ইসলাম। উপজেলা উত্তরের সেক্রেটারি জনাব সাইফুল ইসলাম। উপজেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর আজিজুল হক। মোবারক হোসেন সোহান। 
আড়াই হাজার পৌরসভার সেক্রেটারি মোস্তফা সারোয়ার। পৌরসভার কমিটির সদস্য জনাব মুছা মাস্টার। জনাব মানিক মিয়া, কালাপাহাড়িয়া ইউনিয়নের সভাপতি  অধ্যক্ষ মহিবুর রহমান ও সেক্রেটারি  আশিকুর রহমান।

অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশে যোগদানের মাধ্যমে আমরা সারা বিশ্ব বাসীকে জানিয়ে দিতে চাই। আমরা ৭ দফার ভিত্তিতে কুরআনের আলোকে সমাজ গড়তে চাই। আপনারা সাধ্যমতো সকলে ১৯  জুলাই ঢাকার সোহরাওর্দী উদ্যানে জাতীয়   সমাবেশে যোগদানের ব্যাপারে চেষ্টা করবন ইনশাআল্লাহ। 
তিনি বলেন আরো বলেন,আগামী দিনের বাংলাদেশ হবে সাম্য ন্যায় ও  ইনসাফের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে অন্যায় দূর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ।

Jahan

×