ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নড়াইলে জনসভায় হাসনাত আবদুল্লাহ

যেই খেলা ছিল সেই খেলার নিয়ম তো পাল্টাবই, খেলাকেও পাল্টে দেব

প্রকাশিত: ০১:২৩, ১১ জুলাই ২০২৫

যেই খেলা ছিল সেই খেলার নিয়ম তো পাল্টাবই, খেলাকেও পাল্টে দেব

ছবি: সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ানো এক বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "যেই খেলা ছিল সেই খেলার নিয়ম তো পাল্টাবই, খেলাকেও পাল্টে দেব। রাজনীতি এখন আর রাজনীতিবিদদের জন্য সহজ হবে না।"

বুধবার নড়াইলের এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রম, সামরিক প্রভাব ও অতীতের বিতর্কিত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, “আমাদের আগেও হুদা কমিশন ছিল, রকিব কমিশন ছিল। তারা দিনের ভোট রাতে করেছে। এমনকি কবর থেকে মৃত ব্যক্তিদের ভোট দেওয়ার গল্পও শোনা গেছে। আজ সেই নুরুল হুদা জুতার মালা গলায় দিয়ে জেলে গেছে। ফাউল করলে রেড কার্ড দেখাব”

নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে হাসনাত বলেন, “গতকালই তারা মিটিংয়ের আগেই জানিয়ে দিয়েছে, শাপলা প্রতীক দেওয়া হবে না। মানে এখন তারা মিটিংয়ের আগেই ফলাফল দিয়ে দিচ্ছে! এটা স্পষ্ট প্রমাণ করে কার রিমোটে চলছেন তারা।”

তিনি আরও অভিযোগ করেন, “আমাদের কাছে খবর আছে, বর্তমান কমিশনের কিছু সদস্য সম্প্রতি ক্যান্টনমেন্টের সিএমএইচ-এ ভর্তি ছিলেন। এরশাদের সময় যেমন গলফ খেলতে নিয়ে যাওয়া হতো, এখনো একই প্যাটার্নে রাজনীতি চলছে রাজনীতি করতে হলে চাকরি ছাড়ুন, ক্যান্টনমেন্ট ছাড়ুন”

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “নির্বাচন, রাজনীতি এবং জনগণের কথা যদি বলতে হয়, তাহলে চাকরি ছেড়ে মাঠে নামুন, ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসুন। না হলে এটা ফাউল প্লে। আর ফাউল করলে রেড কার্ড দেখাবই।”

বক্তব্যের শেষদিকে তিনি ঘোষণা দেন, “রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। রাজনীতিবিদদের জনগণের মুখোমুখি দাঁড় করাতে আমরা বাধ্য করব। অতীতের খেলা আর খেলতে দেওয়া হবে না।”

শেষে তিনি নড়াইলবাসীকে আহ্বান জানান, “আপনারা আমাদের সাথে থাকুন। সামনে আরও বড় লড়াই অপেক্ষা করছে। সেই লড়াইয়ে আমরা আবার দেখা করব।”

সূত্র: https://youtu.be/2sebOIr3m_M?si=VEil8fLyAxJJV3m2

আসিফ

×