
ছবি:সংগৃহীত
বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন তার ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে সরকার ও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তিনি বলেন, তার ন্যায্য অধিকার এবং প্রার্থিতা সরকার চেপে রাখতে চায়, আর সেই কারণেই প্রয়োজনে নতুন আইন পাশ করানোর কথাও উঠছে, শুধুমাত্র তাকে ঢাকা দক্ষিণের মেয়র পদ থেকে বিরত রাখতে।
ইশরাক তার পোস্টে রিকশাচালকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ন্যায্য দাবিতে আমার অধিকার আদায়ের পথে সরকার বাধা দিচ্ছে।” তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা যখনই তাদের ইচ্ছেমতো কিছু না পায়, তখন তারা মব নিয়ে রাস্তায় নামে এবং অনেক জায়গা থেকেই এ সম্পর্কিত রিপোর্ট পাওয়া যাচ্ছে।
তার ভাষ্যমতে, “এরা এখন আর আইন মানে না, কোর্টের রায়ও মানে না, আমলাতন্ত্র পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে। এক ধরনের ভয়ঙ্কর ‘বিগ’ পথচলা চলছে প্রশাসনের ভেতরে।”
ইশরাক আরও বলেন, নতুন রাজনৈতিক দলের (ইঙ্গিত সম্ভবত বিএনপির নব্যধারা বা নবযাত্রার দিকে) সবচেয়ে বড় শক্তি ছিল সততা, মানুষ বিশ্বাস করেছিল এই দলে দুর্নীতিবাজ থাকবে না। অথচ এখন তিনি লক্ষ্য করছেন, “বিশাল বড় বড় ডিল হচ্ছে।” যদিও অনেকেই সুযোগ নিচ্ছে, তবে তিনি দাবি করেন, “তৃণমূলে ৯০% নেতাকর্মী এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।”
পোস্টের শেষদিকে ইশরাক হোসেন বলেন, “অনেকে আমার কৌশল বুঝে নাই। আমি যদি মেয়র চেয়ার নিয়ে টান না দিতাম, তাহলে কি জনগণের সামনে থলের বেড়াল বের হতো?” এতে তিনি ইঙ্গিত দেন, তার পদক্ষেপের মাধ্যমেই কিছু গোপন ও অনৈতিক কার্যকলাপ সামনে এসেছে।
আঁখি