ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বীরশ্রেষ্ঠ সাত জনের ভাস্কর্য ভাঙা হলো কেন?

প্রকাশিত: ১৪:২৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বীরশ্রেষ্ঠ সাত জনের ভাস্কর্য ভাঙা হলো কেন?

ছবি: সংগৃহীত।

বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্বও পালন করেছেন।

সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে অ্যাডভোকেট ফজলুর রহমান বীরশ্রেষ্ঠ সাতজনের ভাস্কর্য ভাঙার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তোলেন, “বীরশ্রেষ্ঠ সাত জনের ভাস্কর্য ভাঙা হলো কেন? তারা সবাই তো সামরিক বাহিনীর লোক।”

তিনি আরো বলেন, “এই সাতজন বীরশ্রেষ্ঠ কি অপরাধ করেছেন? তারা তো সামরিক বাহিনীর সদস্য ছিলেন, তবে তাদের ভাস্কর্য এখনো ক্যান্টনমেন্টের ভিতরে রয়ে গেছে। তাহলে কেন সেখানে গিয়ে ভাঙা হচ্ছে না? সেসব জায়গায় যেতে ভয় লাগে?”

ফজলুর রহমান এই ঘটনাকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মুছে ফেলার চেষ্টা হিসেবে দেখেন। তিনি বলেন, “হাসিনা সরকারের কারণে শেখ মুজিবের বাড়ি পুড়ছে, এবং এর মাধ্যমে মুক্তিযুদ্ধের যে সব চিহ্ন রয়েছে, সেগুলো মুছে ফেলা হচ্ছে।”

বিশ্বের মুসলিম দেশগুলোর সঙ্গে তুলনা করে তিনি বলেন, “পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, মিশর, তুরস্ক, সৌদি আরব—এদের কোনোটিতেই কি ভাস্কর্য নেই? তাহলে আমরা কেন ভাস্কর্য ও মূর্তির মধ্যে পার্থক্য করতে পারি না? ভাস্কর্য দেখলেই কেন এগুলো ভাঙার জন্য উঠে পড়ে লাগে? এটা জাতির সভ্যতার ইতিহাসের প্রতীক।”

তিনি আরও বলেন, “বিশ্বের প্রত্যেকটি মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে। এমনকি ইরানের মসজিদেও হযরত আলী (রা:) ছবি রয়েছে। কিছু না জেনে দেশের মানুষকে মূর্খ বানানোর জন্য যারা এসব করছে, তাদের আমি মধ্যযুগের বর্বরদের মতো মনে করি।”

সূত্র: https://www.youtube.com/watch?v=h_2hrZ3GsUA

নুসরাত

×