ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে নেতাকর্মীদের ঢল

প্রকাশিত: ১১:২৬, ৭ ডিসেম্বর ২০২২; আপডেট: ১১:৫০, ৭ ডিসেম্বর ২০২২

প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে নেতাকর্মীদের ঢল

জনসভায় যোগ নেতাকর্মীরা

দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। 

১০ লাখ মানুষ জনসভায় অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

এদিকে জনসভা শুরুর আগেই আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা সভাস্থলে পৌঁছাতে শুরু করেছেন। কক্সবাজারের সবগুলো সংসদীয় আসনের সদস্যরা তাদের নিজ নিজ এলাকা থেকে বাসে ও ট্রাকে করে নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে এসেছেন। নারী সদস্যরাও রয়েছেন এই দলে।

সমাবেশে যোগ দিতে আসা অনেকে ব্যাগে করে দুপুরের খাবারও নিয়ে এসেছেন। স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের অনুসারীদের ছবি সম্বলিত টি-শার্ট দেখা গেছে অনেকের গায়ে। আবার অনেকের হাতে শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ডও দেখা গেছে।

এমএম

×