ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বিমান দুর্ঘটনায় হতাহতের সর্বশেষ তথ্য

প্রকাশিত: ১৪:০৮, ২৫ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় হতাহতের সর্বশেষ তথ্য

ছবি: সংগৃহীত

সোমবার বেলা সোয়া একটার দিকে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

আজ শুক্রবার (২৫ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এপর্যন্ত মারা গেছে ৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫১ জন।

যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। এরপর সেদিন রাতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। যে কারণে এখন মোট নিহতের সংখ্যা ৩২ উল্লেখ করা হয়েছে।

ফারুক

×