ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

দেশপ্রেমিক, সৎ ও সজ্জন আমলা আছে বলেই রাষ্ট্র টিকে আছে: এনসিপি নেতা আলাউদ্দীন

প্রকাশিত: ২১:৪৫, ২৪ জুলাই ২০২৫; আপডেট: ২১:৪৬, ২৪ জুলাই ২০২৫

দেশপ্রেমিক, সৎ ও সজ্জন আমলা আছে বলেই রাষ্ট্র টিকে আছে: এনসিপি নেতা আলাউদ্দীন

এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ তার এক ফেসবুক পোস্টে বলেছেন, আমরা যখন আমলাতন্ত্র বলে গালি দেই, আমলাদের দোষ নেই তা নিশ্চিতভাবেই আমলাদের সবাইকে নির্দেশ করে না। তা সম্ভবও নয়। বরং আমলাদের মধ্যে অনেক দেশপ্রেমিক, সৎ ও সজ্জন ব্যক্তিবর্গ আছে বলেই আমরা এখনো রাষ্ট্র হিসেবে টিকে আছি। 

তিনি আরো বলেন, আমরা সৎ আমলাদের শ্রদ্ধা করি এবং তাদের প্রতি আমাদের আহবান আপনারা পেশাগত কাজে ন্যায্যতার জায়গায় আরো অটল থাকুন ও নিজেদের বিভাগে অসততা ও দূর্নীতির বিরুদ্ধে হুইসেলব্লেয়ারের কাজ করুন। ১৮ কোটি মানুষের একটি দেশ কখনোই অন্য দেশে নিজেদের ভাগ্য গড়তে পারে না এটা টেকনিকালিই সম্ভব নয়। 

আপনারা নিজেদের আমলার চেয়ে বেশি নাগরিক ভাবলেই আমাদের বাধাগুলো সহজ হয়ে আসবে এবং আমরাও পারবো আমাদের সন্তানদের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে।

 
 

রিফাত

×