
ছবি: সংগৃহীত।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় বর্তমান পরিস্থিতি বিবেচনায়, ওই অঞ্চলে অবস্থানরত কিংবা সেখানে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের প্রকাশিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় "উত্তেজনাপূর্ণ পরিস্থিতি" বিরাজ করছে। ফলে, নিরাপত্তাজনিত ঝুঁকির কথা বিবেচনায় এনে বাংলাদেশি নাগরিকদের উক্ত এলাকায় না যাওয়ার বা খুব প্রয়োজনে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য বা মতামত প্রকাশ করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে, কারণ এতে বিভ্রান্তি বা অপব্যাখ্যার ঝুঁকি থাকতে পারে।
বাংলাদেশ দূতাবাস যে কোনো জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য একটি হেল্পলাইন নম্বরও প্রদান করেছে: +৬৬৮১৮৭০৮৪৪৩৩
এই সতর্কতা জারির মাধ্যমে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতেই দূতাবাসের এ উদ্যোগ বলে জানানো হয়েছে।
মিরাজ খান