ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বিটিআরসির সিদ্ধান্ত

অক্টোবরের মধ্যে বন্ধ হবে ৬৭ লাখ সিম কার্ড, জানুন নিজের নামে কয়টি সিম রাখতে পারবেন

প্রকাশিত: ১৮:৪৩, ২৪ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৪৪, ২৪ জুলাই ২০২৫

অক্টোবরের মধ্যে বন্ধ হবে ৬৭ লাখ সিম কার্ড, জানুন নিজের নামে কয়টি সিম রাখতে পারবেন

ছবি: সংগৃহীত।

এতদিন একজন গ্রাহক জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন, সনদ বা পাসপোর্ট ব্যবহার করে সর্বোচ্চ ১৫টি সিম নিতে পারতেন। তবে সেই নিয়মে পরিবর্তন এনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবার সিমের সংখ্যা কমিয়ে ১০টিতে নামিয়ে এনেছে।

বর্তমানে প্রতি মাসে প্রায় ৫০ লাখ নতুন সিম বিক্রি হচ্ছে। পর্যালোচনায় দেখা গেছে, একই গ্রাহকের নামে একদিনেই একাধিক সিম নিবন্ধন হচ্ছে, যা সন্দেহজনক। আবার অনেকের নামে ১৫টি সিম থাকলেও সচল থাকে মাত্র ৫ থেকে ৬টি।

এই পরিস্থিতিতে সিম সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। এখন দেশের প্রায় ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় সিম ব্যবহারকারীর মধ্যে ২৬ লাখ গ্রাহকের ৬৭ লাখ সিম অতিরিক্ত হিসেবে চিহ্নিত হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, একজন গ্রাহকের নামে যদি ১০টির বেশি সিম থাকে, তবে তাকে ৩০ অক্টোবরের মধ্যে নিজের পছন্দ অনুযায়ী সিমগুলো বেছে নিতে হবে। স্টার ১৬ ডায়াল করে যে কেউ নিজের নামে কতটি সিম নিবন্ধিত আছে, তা জানতে পারবেন।

যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে সিম বাছাই না করেন, তবে ৩০ অক্টোবরের পর মোবাইল অপারেটররা স্বয়ংক্রিয়ভাবে ১০টির বেশি সিম বন্ধ করে দেবে।

বিটিআরসি জানিয়েছে, গ্রাহকরা চাইলে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে সিম বাতিল করতে পারবেন। তবে আইওটি (Internet of Things)-ভিত্তিক সংযোগে ব্যবহৃত সিমগুলো এই সীমার আওতামুক্ত থাকবে।

নতুন এই সিদ্ধান্তে mixed প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, “একটা পরিবারে ১০টি সিম যথেষ্ট,” আবার কেউ বলছেন, “প্রতারক চাইলে ১০টি দিয়েই অপরাধ করতে পারবে।”

নুসরাত

×