
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের ডলারের বাজারে এখন বেশ নড়েচড়ে বসেছে। সম্প্রতি ডলারের দর কিছুটা পড়ে গিয়েছিল, আর সেটি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক (বিবি) এবার এক নতুন কৌশল নিয়েছে—নিলামের মাধ্যমে বাজার থেকে সরাসরি ডলার কেনা।
বুধবার (২৩ জুলাই) বিবি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আরও ১০ মিলিয়ন ডলার কিনেছে। তবে এবার প্রতি ডলারের দাম বেড়েছে ০.৪৫টাকা—দর নির্ধারণ করা হয়েছে ১২১.৯৫ টাকা, যেখানে মাত্র আট দিন আগে ছিল ১২১.৫০ টাকা।
বাজারে সংকেত পাঠাচ্ছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের এক উপ-গভর্নর জানিয়েছেন, এই নিলাম মূলত বাজারকে একটি “উর্ধ্বমুখী” সংকেত দেওয়ার জন্যই করা হয়েছে—যাতে ডলারের দাম আরও বাড়তে পারে, এমন প্রত্যাশা তৈরি হয়।
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়, একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, “বাজার এখন কিছুটা চাপে আছে। আমদানি এলসি খোলার জন্য ব্যাংকগুলো ডলার ধরে রাখছে। ফলে এবার নিলামে তেমন আগ্রহ দেখায়নি কেউ। তাই কেন্দ্রীয় ব্যাংক কেবল ১০ মিলিয়ন ডলারই কিনতে পেরেছে।”
ডলারের দাম এখন কোথায় দাঁড়িয়েছে?
বুধবার আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ১২১.৬০ টাকা থেকে ১২২.০২ টাকা এর মধ্যে উঠানামা করেছে। অনেকে বলছেন, এই ধারা অব্যাহত থাকলে ডলারের দর আরও বাড়তে পারে। কিছু ব্যাংক আমদানি এলসির ক্ষেত্রে ১২২.০২ টাকা পর্যন্ত নিচ্ছে।
পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “বাজারে ডলারের দাম একটু বেড়েছে ঠিকই, কিন্তু এখনকার পরিস্থিতি আগের সেই অস্থিরতার মতো না। এখন বাজার মোটামুটি স্থিতিশীল। আগামী সপ্তাহে যদি রেমিট্যান্স বা রপ্তানি আয় একটু বাড়ে, তাহলে আবার স্বস্তি ফিরবে।”
নতুন পদ্ধতির পেছনে আইএমএফ-এর শর্ত
বাংলাদেশ ব্যাংক আগে সরাসরি ডলারের দাম ঠিক করত। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) থেকে নেওয়া ঋণের শর্ত অনুযায়ী, এখন আর কেন্দ্রীয় ব্যাংক বাজারে সরাসরি হস্তক্ষেপ করতে পারছে না। বরং বাজারের চাহিদা-জোগানের ভিত্তিতে ডলারের দাম ঠিক হচ্ছে।
১৩ জুলাই প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ১৭৩ মিলিয়ন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এরপর ১৫ জুলাই আরও ৩১৩ মিলিয়ন ডলার কেনা হয়। মাত্র ৮ দিনের ব্যবধানে তারা প্রায় ৫০০ মিলিয়ন ডলার কিনেছে।
এখনো ভয়ের কিছু নেই
বাজারে কিছুটা টানাপোড়েন থাকলেও বিশ্লেষকরা বলছেন, এখনই দুশ্চিন্তার কিছু নেই। বাংলাদেশ ব্যাংক বাজারকে নজরে রাখছে, এবং প্রয়োজন হলে আবার হস্তক্ষেপ করবে। আপাতত ডলার নিয়ে যারা লেনদেন করছেন, তাদের জন্য মূল বার্তাটি হলো—বাজারে ডলারের চাহিদা বাড়ছে, আর সেই সঙ্গে দামও একটু একটু করে বাড়তে পারে।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নিলাম মূলত ডলারের দামকে স্থিতিশীল রাখতে এবং বাজারে স্বাভাবিক ভারসাম্য ফেরাতে একটি কৌশল। তবে বাজারে চাপ থাকলেও, বিশেষজ্ঞরা বলছেন—এটা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে না, সময় মতো পদক্ষেপ নিলে পরিস্থিতি স্থিতিশীল থাকবে।
মারিয়া