ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

প্রবাসীদের জন্য বিমানবন্দরে শুল্ক সংক্রান্ত জটিলতা নিরসনে সুখবর দিলেন এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ০৮:৫১, ৮ জুলাই ২০২৫; আপডেট: ০৮:৫১, ৮ জুলাই ২০২৫

প্রবাসীদের জন্য বিমানবন্দরে শুল্ক সংক্রান্ত জটিলতা নিরসনে সুখবর দিলেন এনবিআর চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান জানিয়েছেন, প্রবাসীদের জন্য বিমানবন্দরে শুল্ক সংক্রান্ত জটিলতা দূর করতে নতুন সফটওয়্যার চালু করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) তিনি বলেন, “প্রবাসী ভাই-বোনেরা দেশে আসার সময় নানা ধরনের ঝামেলায় পড়েন, বিশেষ করে তাদের সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে। এই ঝামেলা দূর করতে আমরা একটি সফটওয়্যার তৈরি করেছি, যাতে ব্যাগেজ রুলসের আওতায় আসা পণ্য দ্রুত ও নির্বিঘ্নে খালাস করা যায়।”

তিনি আরও জানান, এ বছর ব্যাগেজ রুলসে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রবাসীরা বছরে যতবারই দেশে আসুন, মোট ১০ ভরি স্বর্ণালঙ্কার ট্যাক্স ছাড়াই আনতে পারবেন।

চেয়ারম্যান বলেন, “আগে প্রবাসীরা বিদেশ থেকে আসার সময় একটি মোবাইল আনলেও ট্যাক্স দিতে হতো। এ নিয়ে অনেকের অভিযোগ ছিল। এবার সাধারণ যাত্রীরা বছরে একটি মোবাইল ট্যাক্স ছাড়াই আনতে পারবেন। আর বিএমইটি কার্ডধারী প্রবাসীরা বছরে দু’টি মোবাইল আনতে পারবেন।”

সফটওয়্যারটির বিষয়ে তিনি বলেন, “ব্যাগেজ রুলস সম্পর্কিত এই সফটওয়্যারটি আজ উদ্বোধন করা হয়েছে। এছাড়া আরও একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে, যার মাধ্যমে কাস্টমস হাউজে আটক করা পণ্যের (ডিটেনশন) রেকর্ড অটোমেটেডভাবে সংরক্ষণ করা যাবে। ডিটেনশন মেমো ও পরবর্তী এসেসমেন্টে এসব পণ্যের ফেরতের বিষয়গুলোও এতে ট্র্যাক রাখা যাবে।”

তিনি জানান, এই তিনটি সফটওয়্যার চালুর মাধ্যমে এনবিআর নতুন অর্থবছর থেকে আরও উদ্যম নিয়ে কাজ করবে।

আবির

×