ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ: জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধ’র ভাই

প্রকাশিত: ২২:৩৮, ৫ মার্চ ২০২৫; আপডেট: ২২:৪৫, ৫ মার্চ ২০২৫

আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ: জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধ’র ভাই

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সময় আজ বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার পর জাতিসংঘের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় তিনি পরিবারের সদস্য হারানোর বেদনা ও ন্যায়বিচারের দাবি বিশ্বমঞ্চে তুলে ধরেন।

জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধের ভাই,মাহমুদুর রহমান বলেন, "আমি একজন গর্বিত বাংলাদেশি, একটি শান্তিপ্রিয় ও মনোমুগ্ধকর জাতির প্রতিনিধি। এটি সেই দেশ, যেখান থেকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের জন্ম হয়েছে। কিন্তু একইসঙ্গে, এটি সেই দেশ যেখানে জুলাই-আগস্ট বিদ্রোহের মতো হৃদয়বিদারক ট্র্যাজেডি সংঘটিত হয়েছিল।"

তিনি আরও বলেন, "আমার ছোট ভাই (মীর মাহফুজুর রহমান মুগ্ধ) বিশ্বাস করত, শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর মতো দুঃখজনক ভুল বাংলাদেশ কখনো করবে না। সে আমাকে বলেছিল, ‘‘আমাদের ইতিহাস আছে— ১৯৫২, ১৯৬৯, যেখানে শিক্ষার্থীদের হত্যা করলে ফলাফল ভয়াবহ হয়েছে। আমাদের দেশ একই ভুল করবে না।’’ কিন্তু পরের দিনই তাকে মাথায় গুলি করা হয়।"

মাহমুদুর রহমান বলেন, "এই ঘটনার পর বাংলাদেশে একটি নতুন স্লোগান জন্ম নিয়েছে— ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ’। আমরা ক্লান্ত হলে থামি না, আমরা থামি যখন আমাদের কাজ শেষ হয়।’’

তিনি ব্রিফিংয়ে আরও বলেন,"জবাবদিহিতা কেবলমাত্র অতীতের অপরাধ মোকাবিলা নয়, এটি ভবিষ্যৎ গঠনের জন্য অপরিহার্য। যদি আমরা ন্যায়বিচার নিশ্চিত না করি, তবে এটি দোষীদের দায়মুক্তির বার্তা দেবে। কিন্তু যদি আমরা ন্যায়বিচারে অটল থাকি, তাহলে আমরা ভুক্তভোগীদের মর্যাদা পুনরুদ্ধার করতে পারবো এবং নিশ্চিত করতে পারবো যে এই ইতিহাস আর কখনো পুনরাবৃত্তি হবে না।"

সূত্রঃ https://youtu.be/BeTuV0iArrI?si=Kuwf8HmLVRaQ3h3M

ইমরান

×