ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

রাজনৈতিক প্রতিহিংসায় জনপ্রিয় ব্যান্ড তারকার জীবন থমকে গেছে পাবলিক টয়লেটে

প্রকাশিত: ১৭:০৯, ৫ মার্চ ২০২৫; আপডেট: ১৭:১০, ৫ মার্চ ২০২৫

রাজনৈতিক প্রতিহিংসায় জনপ্রিয় ব্যান্ড তারকার জীবন থমকে গেছে পাবলিক টয়লেটে

ছবি: সংগৃহীত

আইয়ুব বাচ্চু, জেমস, তপন চৌধুরী, পার্থ বড়ুয়ার যে সময়ে উত্থান, সে সময় এই ব্যান্ড তারকা মনসুর হাসানও ছিলেন জনপ্রিয়। গানের সুবাদে একসময় তার সখ্যতাও ছিলো বর্তমান সময়ে জনপ্রিয় অনেক ব্যান্ড তারকার সঙ্গে।

ভাগ্যের নির্মম পরিহাসে তিনি এখন জীবিকা নির্বাহ করছেন পাবলিক টয়লেটের ক্যাশিয়ার হিসেবে। চট্টগ্রামের জামাল খান মোড়ের পাবলিক টয়লেটেই এখন থমকে আছে এক সময়ের জনপ্রিয় তারকা মনসুর হাসানের জীবন।

১৯৮৮ সাল থেকে ১৯৯২ এই চার বছরে মনসুর হাসান কাজ করেছেন সফট টাচ, অবসকিউর, ব্লু হর্নেট নামের ব্যান্ড দলের সাথে। সে সময় তার খুব জনপ্রিয় দুটি গান হলো 'ছোট্ট একটি মেয়ে' ও 'বাটালি হিলের সেই বিকেলগুলো'।

১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে মনসুর হাসান ছিলেন সামনের সারির একজন। তৎকালীন রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে তার অবস্থান ছিল বেশ শক্ত। এরশাদের আমলে অবৈধভাবে জমি দখল ও দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়েও তিনি আন্দোলন করেছিলেন।

চট্টগ্রামের মনসুর হাসান স্থানীয়দের মাঝে বেশ সাড়া জাগিয়েছিলেন সেই ৯০ এর দশকে। তবে তার সেই ক্যারিয়ার ধ্বংস হয়েছে রাজনীতির কারণে। মনসুর হাসান জানান, 'সাড়ে তিন-চার বছর মতো আমি ব্যান্ডে ছিলাম। তারপরে আবার তারাই আমাকে ঘরে বসিয়ে রেখেছে। ব্যান্ডের ছেলেদেরকে দিয়েই আমাকে সরাসরি চাপ দিয়ে আমার ক্যারিয়ার ডেস্ট্রয় করে দিয়েছে। এখন রাস্তায় বসবাস করছি, ক্যাশ খুলে মানুষজন টাকা-পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে, কাপড়-চোপড় নিয়ে গেছে।'

রাজনৈতিক প্রতিহিংসায় ৯০ এর দশকে ব্যান্ড দল ছাড়ার পরে চট্টগ্রাম নগরী থেকে তিনি হারিয়ে যান। কিছুদিন পরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফিরে আসেন। কিছুটা সুস্থ হলে জামাল খান মোড়ের পাবলিক টয়লেটের ক্যাশিয়ার হিসেবে কাজ শুরু করেন। এখানেই এখন কাটছে তার দিন-রাত, এখানেই থাকা-খাওয়া।

 

সূত্র : https://tinyurl.com/22yf2x3z

রাকিব

আরো পড়ুন  

×