
রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। হামলাকারীরা স্থানীয় অপরাধী চক্রের সদস্য। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
সোমবার রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নং রোডে বেপরোয়াভাবে বাইক চালানোর প্রতিবাদ করায় এক দম্পতিকে রামদা দিয়ে কোপায় দুই যুবক। পরবর্তীতে এ ঘটনার তদন্তের জন্য উত্তরা পশ্চিম থানায়, সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। তদন্তের ফলস্বরূপ দুজনকে আটক করা হয়। তারা হলেন, মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বেলা পৌনে তিনটার দিকে জানান, আটক দুজনকে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বলেন, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দিয়েছিল। এ ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি মোটরসাইকেলে ছিলেন এক দম্পতি। তাঁরাও এ ঘটনার প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।
মুমু