ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

দুই বিচারককে বদলি

প্রকাশিত: ১৬:৪৩, ২৯ ডিসেম্বর ২০২৪

দুই বিচারককে বদলি

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের দুই সদস্যকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

বদলি হওয়া দুই বিচারক হলেন, শ্রম আপীল ট্রাইব্যুনাল, ঢাকার সদস্য (জেলা জজ) কিরন শংকর হালদার এবং আইন কমিশনের সচিব (জেলা জজ) বেগম উম্মে কুলসুম। তাদেরকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সংযুক্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

আর কে

×