ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

নেই বৈধ কাগজপত্র তবুও প্রশংসায় ভাসালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট: নেপথ্যের কাহিনী

প্রকাশিত: ২২:১৫, ৬ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:১৬, ৬ নভেম্বর ২০২৪

নেই বৈধ কাগজপত্র তবুও প্রশংসায় ভাসালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট: নেপথ্যের কাহিনী

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট,মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতাল এর বৈধ কাগজপত্র না থাকলেও হাসপাতালটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে উল্টো প্রশংসায় ভাসিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন।

 

 

 

 

২০ বেডের অনুমতি নিয়ে অতিরিক্ত রোগী ভর্তি ও বৈধ কাগজপত্র না থাকায় ইতোপূর্বে হাসপাতালটির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

বুধবার দুপুরে পরিচালিত এই অভিযানে হাসপাতালটির পরিবেশগত ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স না থাকার বিষয়টিকে এড়িয়ে চিকিৎসক, নার্স, লোকবল ও বর্জ্য ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেয়া হয়।উল্টো অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুনকে বলতে শোনা যায়, মানিকগঞ্জের মত জেলায় এরকম একটি হাসপাতাল খুবই গুরুত্বপূর্ণ। এটি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং এর পরিবেশ খুবই ভালো। এখানে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য যন্ত্রপাতি রয়েছে। সামান্য কিছু ত্রুটি রয়েছে। আপনারা দ্রুত সেগুলো সমাধান করুন। আমি এটিকে ফলোআপে রাখবো।

 

 

ফুয়াদ

×