ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভুটানে বাংলাদেশ দূতাবাসে চালু হলো ই-পাসপোর্ট কার্যক্রম

প্রকাশিত: ২০:৪৯, ২৭ জুন ২০২৪

ভুটানে বাংলাদেশ দূতাবাসে চালু হলো ই-পাসপোর্ট কার্যক্রম

দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন।

সরকারের প্রবাসী-বান্ধব নীতিমালা অনুসরণ করে ভুটানে বাংলাদেশ দূতাবাসে চালু করা হলো ই-পাসপোর্ট কার্যক্রম। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এক সভায় ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায় ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন। 

এই উদ্বোধনকালে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে ভুটানে বসবাসকারী প্রবাসী ভাই-বোনদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করা হলো। 

আশা করা যায়, প্রবাসীদের সেবা প্রদান উন্নত এবং সহজতর হবে, অন্যদিকে ই-পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা প্রকাশ পাবে। তিনি এ কার্যক্রম চালুর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান এবং থিম্পুতে প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রম সমন্বয় করেছেন দূতাবাসের প্রধান কনস্যুলার কর্মকর্তা সুজন দেবনাথ। অনুষ্ঠানে বক্তব্য দেন ই-পাসপোর্ট কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল শাফিউল মোজনেবীন এবং সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আবিদা আফসারি। তারা সরকারের ই-পাসপোর্ট কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং ভুটান প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়ে এই সেবা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। 

উদ্বোধনের পর ই-পাসপোর্ট সিস্টেম ব্যবহার এবং সেবা প্রদানের পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের উপ-পরিচালক শরীফুল ইসলাম এবং ভুটান প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। 

ই-পাসপোর্ট সেবা গ্রহণ করে ভুটান প্রবাসী বাংলাদেশি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দূতাবাস ও পাসপোর্ট অধিদপ্তরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এ পর্যন্ত প্রায় ৪৫টি বিদেশি মিশনে বাংলাদেশের ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। 

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার