ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতে হাসপাতালে আগুন, ৫ করোনা রোগীর মৃত্যু

প্রকাশিত: ০০:৫১, ২৮ নভেম্বর ২০২০

ভারতে হাসপাতালে আগুন, ৫ করোনা রোগীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের গুজরাটে একটি হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে অগ্নিকাণ্ডে আইসিইউতে থাকা পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ শুরু পর এ নিয়ে হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে আগুন লাগার চতুর্থ ঘটনা এটি। যা নিয়ে ক্ষুব্ধ দেশটির সুপ্রীমকোর্ট কেন কোভিড-১৯ ওয়ার্ডে বারবার আগুন লাগছে, রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছেন। খবর এনডিটিভির। গুজরাটের রাজকোট নগরীর ব্যক্তি মালিকানাধীন ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শুক্রবার ভোরের দিকে আগুন লাগে। প্রাথমিকভাবে ইলেক্ট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান সরকারী কর্মকর্তা উদিত আগারওয়াল। তিনি বলেন, ‘আইসিইউতে আগুন লাগার পর ঘটনাস্থলেই তিন রোগীর মৃত্যু হয়। বাকি দুইজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। আইসিইউতে থাকা আরও দুই রোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
×