স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পল্লীতে অগ্নিকান্ডে ৪ পরিবারের ১২টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতে কিশোরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রূপালী কেশবা কলেজ পাড়ায় ওই অগ্নিকান্ডে র ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা ধান, চাল টাকা, আসবাবপত্র পুড়ে গেছে। এছাড়া শতাধিক হাঁস মুরগি ও একটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারীভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে।