ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

কাপিলকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৯, ১৩ জুলাই ২০২৫

কাপিলকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের

ছবি: সংগৃহীত

ভারতীয় কমেডিয়ান ও অভিনেতা কাপিল শর্মাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘সিখস ফর জাস্টিস’ (SFJ)-এর প্রতিষ্ঠাতা গুরপতওয়ান্ত সিং পন্নুন। এক ভিডিও বার্তায় পন্নুন বলেন, "কানাডা তোমার খেলার মাঠ নয়। তোমার রক্তমাখা টাকা নিয়ে হিন্দুস্তানে ফিরে যাও।"

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৯ সালে গুরপতওয়ান্ত সিং পন্নুনকে ‘একক সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে। এবার তিনি কাপিল শর্মার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তার সদ্য উদ্বোধন হওয়া ক্যাপস ক্যাফেকে কেন্দ্র করে। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে অবস্থিত এই রেস্তোরাঁটিতে গত বুধবার (৯ জুলাই) রাতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়। যদিও এতে কেউ হতাহত হননি, তবে আতঙ্ক ছড়ায় ব্যাপকভাবে।

গুলির ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর সঙ্গে যুক্ত দুই ব্যক্তি, হরজিত সিং লাড্ডি ও তুফান সিং। BKI-কে কানাডা সরকারও সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে। উল্লেখ্য, হরজিত সিং লাড্ডি ভারতের জাতীয় তদন্ত সংস্থার (NIA) মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন।

ভিডিও বার্তায় পন্নুন অভিযোগ করেন, কাপিল শর্মা ব্যবসার আড়ালে কানাডায় ‘হিংসাত্মক হিন্দুত্ববাদী’ মতবাদ ছড়িয়ে দিতে চাইছেন। তিনি বলেন, “ক্যাপস ক্যাফে কি কেবল একটি কমেডির স্থান, নাকি বড় কোনো হিন্দুত্ববাদী রপ্তানির অংশ?” 

এদিকে শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে কপিলের রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, “আমরা এই ধাক্কা সামলানোর চেষ্টা করছি, তবে সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবো।” যদিও কাপিল শর্মা ব্যক্তিগতভাবে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, SFJ একটি নিষিদ্ধ সংগঠন যা দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ। এই সংগঠন পাঞ্জাবসহ বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় জড়িত এবং ভারতীয় গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করতে সক্রিয়ভাবে সহায়তা করে থাকে।

গুরপতওয়ান্ত সিং পন্নুনের বিরুদ্ধে জাতীয় তদন্ত সংস্থা (NIA) এবং রাজ্য পুলিশের অধীনে মোট ১০৪টি মামলা তদন্তাধীন রয়েছে। তার বিরুদ্ধে দেশদ্রোহ, হিংসা উসকানি ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের অসংখ্য অভিযোগ রয়েছে।

মুমু ২

×