
ছবি: সংগৃহীত
গোকার্ণার রামতীর্থ জলপ্রপাত সংলগ্ন পাহাড়ি গুহা থেকে এক রুশ নারী ও তার দুই অপ্রাপ্তবয়স্ক কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। ৪০ বছর বয়সী নিনা কুটিনা নামের ওই নারীর ভিসার মেয়াদ শেষ হয়েছে ২০১৭ সালের ১৭ এপ্রিল, তবে তার মেয়েরা ভারতে জন্মগ্রহণ করেছে—একজনের বয়স ৬ বছর, অন্যজনের ৪।
শুক্রবার সন্ধ্যায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ি এলাকায় টহল দেওয়ার সময় গোকার্ণা থানার পরিদর্শক শ্রীধর এসআর-এর নেতৃত্বে পুলিশ একটি গুহায় সন্দেহজনক কিছু গতিবিধি লক্ষ্য করে। পরে তারা সেখানে গিয়ে দেখেন, নিনা কুটিনা তার মেয়েদের নিয়ে বসবাস করছেন।
জিজ্ঞাসাবাদে নিনা জানান, তিনি ২০১৭ সালে পর্যটক ভিসায় ভারতে আসেন এবং সেই থেকে গোয়ায় বসবাস করছেন। চার দিন আগে তিনি কর্ণাটকে প্রবেশ করেন ধ্যান ও সাধনার উদ্দেশ্যে। গুহার ভেতর থেকে একটি ভগবান রামের মূর্তি উদ্ধার করা হয়েছে, যেটিকে তিনি পূজা করতেন বলে দাবি করেছেন।
তবে পুলিশ জানায়, রামতীর্থ পাহাড় ভূস্খলনপ্রবণ এবং বিষাক্ত সাপসহ বিপজ্জনক প্রাণীতে ভরা এলাকা, যেখানে একজন নারী ও দুই শিশুর একা বসবাস করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
প্রাথমিকভাবে ওই নারী ও তার সন্তানদের একটি নারী পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। এদিকে, পুলিশ ও বন বিভাগের সদস্যরা গুহায় তল্লাশি চালিয়ে নিনার পাসপোর্ট ও ভিসা উদ্ধার করে, যাতে দেখা যায় যে তাঁর ভারতে থাকার বৈধতা বহু আগেই শেষ হয়েছে।
এখন গোকার্ণা থানা বেঙ্গালুরুর বিদেশি নাগরিক নিবন্ধন দফতরের (FRRO) সঙ্গে যোগাযোগ করছে নিনা ও তাঁর সন্তানদের রাশিয়ায় ফেরত পাঠানোর ব্যবস্থা করতে।
নোভা