ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

চীনে সহকর্মীকে ‘ট্রুথ সিরাম’ খাইয়ে তথ্য চুরি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ১৩ জুলাই ২০২৫

চীনে সহকর্মীকে ‘ট্রুথ সিরাম’ খাইয়ে তথ্য চুরি

ছবি: সংগৃহীত

চীনে এক অফিস কর্মচারী তার সহকর্মীকে গোপনে ঘুমের ওষুধ মিশিয়ে ‘সত্য উদ্ঘাটনকারী সিরাম’ খাইয়ে অফিসের গোপন পরিকল্পনা চুরি করার অপরাধে তিন বছরের কারাদণ্ড ও ১০,০০০ ইউয়ান (প্রায় ১,৪০০ ডলার) জরিমানা পেয়েছেন।

এই নাটকীয় ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তি লি। লি ২০২২ সালে সাংহাইয়ের শুহুই জেলায় এক ডিনারের সময় প্রথমবার তার সহকর্মী ওয়াং-এর পানীয়তে ওষুধ মিশিয়ে দেন। ওই ওষুধে ছিল দুইটি শক্তিশালী স্নায়ু নিস্তেজকারী ওষুধ, ক্লোনাজেপাম এবং জাইলাজিন।

লি দাবি করেন, এক ব্যবসায়িক সফরে তিনি ওই ওষুধ সংগ্রহ করেন এবং বিক্রেতা তাকে বলেন, “মাত্র কয়েক ফোঁটাই কাউকে সব সত্য বলে ফেলতে বাধ্য করবে।” এই কথায় প্রলুব্ধ হয়ে তিনি ওয়াংয়ের পানীয়তে একাধিকবার ওষুধ মিশিয়ে দেন ২৯ আগস্ট ২০২২ থেকে শুরু করে মোট তিনবার।

প্রথমে ওয়াং হালকা মাথা ঘোরা ও বমির অভিযোগ করেন, কিন্তু তৃতীয় বারের পরে, তিনি লক্ষ করেন এই ঘটনাগুলি সব সময় লির সঙ্গে খাওয়ার পরে ঘটছে।

এরপরই তিনি চিকিৎসা পরীক্ষা করান এবং তার প্রস্রাব ও চুলের নমুনায় ক্লোনাজেপাম ও জাইলাজিনের উপস্থিতি ধরা পড়ে। এই দুই ওষুধই মানসিক রোগ চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী কেন্দ্রীয় স্নায়ু দমনকারী।

চীনের আদালত লিকে জনসুরক্ষা বিপন্ন করা ও কর্মস্থলের নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করে। লি আদালতে তিনবার ওষুধ প্রয়োগের কথা স্বীকার করেন।

তাকে তিন বছরের কারাদণ্ড ও ১০,০০০ ইউয়ান অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মুমু ২

×