ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে

প্রকাশিত: ১৫:০৯, ১৩ জুলাই ২০২৫

বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে

ছবি: সংগৃহীত

বিএনপি কখনোই জনতা দ্বারা সংঘটিত সহিংসতা বা ‘মব ভায়োলেন্স’-এ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি আইন ও শাসনের পক্ষে এবং সবসময় ন্যায়ের পথে থাকে।

রোববার (১৩ জুলাই) সিলেট মহানগরীর পিটিআই মিলনায়তনে আয়োজিত সিলেট মহানগর বিএনপির এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, "সরকারের অভ্যন্তরে আওয়ামী দোসররা লুকিয়ে আছে, যার কারণে অপরাধীদের বিরুদ্ধে সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ডান-বাম যেখানেই অন্যায় হোক, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, কিন্তু সেটা হচ্ছে না।"

মিটফোর্ডে ঘটে যাওয়া আলোচিত ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, "বিএনপি ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িতদের বহিষ্কার করেছে। কিন্তু এখনো অনেকে ধরা-ছোঁয়ার বাইরে। এটি সরকারের ব্যর্থতা বলেই প্রতীয়মান হচ্ছে।"

তিনি আরও বলেন, “বিএনপি অতীতে কখনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না।”

সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা ছাড়াও মহানগরের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিহাব

×