ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এমন কোনো অপকর্ম নেই, যা ফ্যাসিস্ট হাসিনা সরকার করেনি: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১৫:১০, ১৩ জুলাই ২০২৫

এমন কোনো অপকর্ম নেই, যা ফ্যাসিস্ট হাসিনা সরকার করেনি: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ১৩তম দিনের কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (১৩ জুলাই) আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

 

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এ সরকার টানা ১৬ বছর ধরে দেশের জনগণের ওপর দমন-পীড়ন, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাট চালিয়ে গেছে। এমন কোনো অপকর্ম নেই, যা তারা করেনি।”

নাহিদ ইসলাম পূর্ববর্তী সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে আরও বলেন, দেশের জনগণ পরপর তিনটি জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সীমাহীন জুলুম-নিপীড়নের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে জনতা রাজপথে নেমেছিল, আর সেই ঐক্যবদ্ধ আন্দোলনই অবশেষে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

 

 

 

তিনি বলেন, “এখন আমাদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্র সংস্কার করা এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক বাংলাদেশ পুনর্গঠন করা, যাতে করে জনগণের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হয়।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই পদযাত্রার মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি প্রান্তে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের বার্তা পৌঁছে দেওয়া। তারা আরও বলেন, “এখন সময় এসেছে পুরনো ও দুঃশাসনের রাজনীতিকে চূড়ান্তভাবে বিদায় জানানোর এবং একটি নতুন সূচনার।”

ছামিয়া

×