
ছবি: বাঁশখালীতে ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য রাখছেন চরমোনাই পীর
আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ ইসলামী শক্তির। আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। আলেম-ওলামাদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে সেটা ভুলে যান। উপরোক্ত কথাগুলো বলেছেন চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
তিনি আজ রবিবার সন্ধ্যায় উপজেলার চাম্বল বাজার এলাকার আয়ান পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত "বাংলাদেশ মুজাহিদ কমিটি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালী শাখার" উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলনে এসব কথা বলেন।
বাঁশখালী চাম্বল বড় মাদরাসার মুহতামিম পীরে কামেল আল্লামা শাহ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা আল্লামা ওবায়দুল্লাহ হামজা, মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজাহার, ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, পুকুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ নুর আহমদ, মাওলানা নুরুল হক, মাওলানা এজাজ, উপজেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল, সহকারী আমির মোঃ আরিফ উল্লাহ, চাম্বল মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা ফোজাইল বিন আব্দুল জলিল, জলদী মাদ্রাসার নির্বাহী পরিচালক হাফেজ আবদুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মোজাহিদ ছগীর আহমদ চৌধুরী, মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মুফতি নুরুল আমিন, মাওলানা এস. এম. ফয়জুল্লাহ প্রমুখ।
আফরোজা