ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

হাওরাঞ্চলের বিদ্যালয়ের ভবনের মান নিয়ে ক্ষোভ প্রকাশ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২২:৪৯, ১৩ জুলাই ২০২৫

হাওরাঞ্চলের বিদ্যালয়ের ভবনের মান নিয়ে ক্ষোভ প্রকাশ

হবিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, "মাত্র তিন বছরে হাওরাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন কীভাবে হেলে পড়তে পারে? যখন কোনো অবকাঠামো তৈরি হয় তখন অবশ্যই পরিবেশের ওপর নির্ভর করে তৈরি করতে হয়।"

হাওরাঞ্চলের বিদ্যালয়ের ভবনের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "হাওড়ে একটি বিদ্যালয় তৈরি করবেন কিন্তু আপনি যদি তাকে রক্ষায় বাঁধ না দেন তবে সেটি হেলে যাবে। ২০২২ সালে তৈরি করা একটি ভবন এখনই হেলে যাচ্ছে। কারণ হচ্ছে বিল্ডিং করার সময় সঠিক পরিকল্পনা হয়নি।"

জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক মো. নুরুল ইসলাম প্রমুখ ।

Mily

×