ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন

পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপানো হচ্ছে

ফিরোজ মাহমুদ, মিরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১৪:১১, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ১৪:১২, ১৩ জুলাই ২০২৫

পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপানো হচ্ছে

ছবি: জনকণ্ঠ

একটি মহল পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপাচ্ছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন। শনিবার (১২ জুলাই) বিকাল ৫টায় মিরসরাই উপজেলা মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল আলমের ১ম মৃত্যু বার্ষিক উপলক্ষ্যে আয়োজিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া। মানুষকে নিরাপদে বসবাস করার নিশ্চয়তা দেয়া। বিএনপি সেই লক্ষ্যে কাজ করছে।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত শোক সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, উপজেলা যুবদল নেতা এসএম সুমন, বিএনপির নেতা খায়রুল আলম, মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শোয়েব হাসান, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রিপন, সদস্য সচিব মোমিনুল ইসলাম প্রমুখ।

শোক সভায় বক্তারা বলেন, মরহুম কামরুল আলম চরম দুর্দিনে দলের দায়িত্ব নিয়ে অতীতে সব নেতাকর্মীর খবর নিয়েছেন। তার দক্ষ নেতৃত্বে আন্দোলনকে বেগবান করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়ন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের মুখে হাসি ফুটানো ছিলো তার লক্ষ।

সাব্বির

আরো পড়ুন  

×