ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

টঙ্গীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই রোধে পুলিশ-জনতার সমাবেশ

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী।।

প্রকাশিত: ২০:৫৪, ১৩ জুলাই ২০২৫

টঙ্গীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই রোধে পুলিশ-জনতার সমাবেশ

টঙ্গীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই রোধে পুলিশ-জনতার সমাবেশ হয়েছে টঙ্গী দত্তপাড়া জহির মার্কেট এলাকায়।অপরাধপ্রবণ এলাকা ৪৮ নং ওয়ার্ডকে অপরাধমুক্ত রাখতে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও স্থানীয় জনগণ এই সমাবেশের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শরাফত হোসেন তাঁর বক্তব্যে বলেন, সমাজে যারা দুষ্কৃতিকারী আছে তাদের তালিকা তৈরি করে পুলিশের কাছে দিলে পুলিশের সহায়তায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। দুষ্কৃতিকারী যেই বা যে দলেরই হোক না কেন, তাদের তালিকা পুলিশের কাছে পৌঁছানো গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া সহজ হয়।

অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, তিনি আইনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করছেন। গত ৪ মাসে ৪ জন ওসির বদলির পর প্রায় ৮ মাস আগে পূর্ব থানায় যোগদান করেছেন তিনি। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। তিনি আশ্বাস দেন তথ্যদাতার নাম-ঠিকানা গোপন রাখা হবে। জনগণের সহায়তা ছাড়া অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব নয়। সমাজে অল্প সংখ্যক দুষ্কৃতিকারী রয়েছে, হাজার হাজার সাধারণ জনগণ ইচ্ছা করলেই তাদের চিহ্নিত করে পুলিশের কাছে তথ্য দিয়ে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফি উদ্দিন সফি, কবির হোসেন লিটন মৃধা, এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, এডভোকেট মোঃ দুলাল, বৃহত্তর ময়মনসিংহ জনকল্যাণ পরিষদের সভাপতি মোঃ মোশাররফ হোসেন সরকার, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিট পুলিশিং কর্মকর্তা এসআই শাহিদুল ইসলাম, ইসলামপুর জনকল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শুভ নূরুল, গণঅধিকার পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি হাজী মোবারক হোসেন সরকার, দীন মোহাম্মদ সরকার, আবুল হোসেন, হাবিবুর রহমান, হেলাল উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। টঙ্গী ক্রিকেট একাডেমির সভাপতি আলমগীর হোসেন দিপু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আফরোজা

×