ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সোমবার বিকেল ৫টা থেকে ঢাবি’র মেট্রোস্টেশন বন্ধ থাকবে

প্রকাশিত: ২১:০২, ১৩ জুলাই ২০২৫

সোমবার বিকেল ৫টা থেকে ঢাবি’র মেট্রোস্টেশন বন্ধ থাকবে

ছবি: সংগৃহীত

সোমবার বিকেল ৫ টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনে যাত্রা বিরতি বন্ধ থাকবে মেট্রোরেল সার্ভিসের। জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের উপস্থিতি বেশি থাকবে। তাই যাত্রী চাপ নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)’র সূত্র জানায়।

এদিকে রবিবার ডিএমটিসিএল’র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৪ জুলাই ২০২৫ বিকাল ৫ ঘটিকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠান সংক্রান্ত গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক কেবল ১৪ জুলাই ২০২৫ বিকাল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আবির

×