
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়ার নতুন প্রত্যয়ে আগামীকাল সোমবার (১৪ জুলাই) পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে বিরাজ করছে ব্যস্ততা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
জেলা নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্রে জানা গেছে, রবিবার (১৩ জুলাই) রাত ১০টার পর এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বহর পটুয়াখালীতে প্রবেশ করবে। রাত্রিযাপন শেষে সোমবার সকাল থেকে শহরে পদযাত্রা শুরু হবে। পরে সকাল ১১টায় শহরের প্রাণকেন্দ্র শহীদ হৃদয় তরুয়া চত্বরে অনুষ্ঠিত হবে এক পথসভা।
সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনীম জারা, সারজিস ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন । এছাড়াও উপস্থিত থাকবেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা।
ইতিমধ্যে পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে পটুয়াখালী শহরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জেলার প্রবেশপথে নির্মাণ করা হয়েছে বর্ণিল তোরণ, শহরের চৌরাস্তা থেকে শুরু করে শহিদ হৃদয় তরুয়া চত্বর পর্যন্ত পুরো সড়ক সেজেছে ব্যানার ফেস্টুন, মঞ্চ নির্মাণের কাজ চলছে পুরোদমে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন সাংবাদিকদের বলেন, ’পটুয়াখালীতে আমাদের জুলাই পদযাত্রা কার্যক্রমে জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদী। আগামীকালের কর্মসূচিকে সফল করতে স্থানীয় নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করছেন। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, পদযাত্রার রুটসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এই কর্মসূচির মাধ্যমে আমরা শুধু স্মৃতি স্মরণ করবো না, বরং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনঃব্যক্ত করবো। জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনই আমাদের মূল লক্ষ্য।’
ফারুক