
ছবি: সংগৃহীত
আগামী ১৫ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় কুড়িগ্রামে আসছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী।পৌরসভা সংলগ্ন ঈদগাহ ময়দানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আন্দোলনে শহীদ পরিবারের মাঝে সহায়তা প্রদান করবেন বলে জেলা বিএনপি অফিস সূত্রে জানা যায়।শনিবার বিকেলে পৌরসভা সংলগ্ন সবুজ পাড়াস্থ ঈদগাহ মাঠের পাশে জেলা বিএনপি কার্যালয়ে এ নিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
এতে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি ওমর ফারুক,সদস্য আব্দুল আজিজসহ যুবদল,ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় আগামী ১৫ তারিখের জুলাই বিপ্লবের নিহত শহিদদের সহায়তা অনুষ্ঠান সফল করার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।একই সাথে যথাসময়েই নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে জেলা বিএনপি।
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ জানান, রিজভী আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান। কুড়িগ্রামে তার আগমনকে ঘিরে বিএনপির প্রত্যেকটি অঙ্গসংগঠনের নেতা কমর্ী প্রস্তুতি নিচ্ছে।তিনি “আমরা বিএনপি পরিবার” নামক সংগঠনের উপদেষ্টা হিসেবে তার নিজ জেলা কুড়িগ্রামে আসায় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।তিনি এ সংগঠনের পক্ষ থেকে জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে সহায়তা করবেন। আমরা সকলেই আনন্দিত ও প্রস্তুত রয়েছি।
ফারুক