
কুমিল্লা নগরীর নিজ এলাকায় আব্দুল হামিদ নামে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা।রবিবার (১৩ জুলাই) নগরীর ছোটরা পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। হামিদ নগরীর ২নং ওয়ার্ড (ছোটরা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দিনের অনুসারী বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, আব্দুল হামিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দলীয় নেতাকর্মীদের সাথে আন্দোলন ঠেকাতে মাঠে তৎপর ছিলেন। সরকার পতনের পর বেশ কিছু দিন তিনি পলাতক থাকলেও সম্প্রতি মামলার জামিন নিতে চেষ্টা তদবির শুরু করেন। রবিবার তার আদালতে যাওয়ার কথা ছিল। খবর পেয়ে এলাকার লোকজন তাকে পেয়ে আটক করে মারধর করে। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, খালি শরীরে আহত হামিদ মাটিতে বসে আছেন। পাশে এলাকার লোকজনের অবস্থান।
কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, থানায় খবর আসে এক ব্যক্তিকে (আবদুল হামিদ) নগরীর ছোটরা পশ্চিম পাড়া এলাকায় লোকজন আটক করে রেখেছে। সেখানে গিয়ে পুলিশ বিক্ষুব্ধ লোকজনের কবল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, আটক আব্দুল হামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৩টি মামলার এজাহারে তার নাম থাকার তথ্য মিলেছে। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হয়তো আরও ঘটনার সাথে তার জড়িত থাকার প্রমাণ মিলতে পারে। আমরা সকল তথ্য যাচাই-বাছাই করে দেখছি। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
আফরোজা