স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকরি মেলা (জব ফেয়ার)। বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির আয়োজনে যশোরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলায় দেশের প্রখ্যাত আইটি কোম্পানিগুলো অংশ নেবে। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আইটিসম্পর্কিত বিষয়ে পাস করা ও অধ্যয়নরতরা এবং আইটি নিয়ে কাজ করা যুবারা এ মেলায় অংশ নেবে। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মেলার উদ্বোধন করবেন।