ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

টঙ্গীতে গণপিটুনিতে দুই ছিনতাইকারী গুরুতর আহত, ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ২০:৫০, ১২ জুলাই ২০২৫

টঙ্গীতে গণপিটুনিতে দুই ছিনতাইকারী গুরুতর আহত, ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

টঙ্গীতে গণপিটুনিতে দুই ছিনতাইকারী গুরুতর আহত, ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

পথচারীদের গতিরোধ করে গণছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়েছে জনতা। গুরুতর আহত অবস্থায় তাদের টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১২ জুলাই) টঙ্গীর দত্তপাড়া বনমালা রোডের হাজী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ আহত দুই ছিনতাইকারীসহ মোট ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাপাতি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গণপিটুনিতে আহত দুই ছিনতাইকারী হলো টঙ্গীর এরশাদনগরের স্বাধীন (১৮) ও হায়দ্রাবাদের মুন্না (১৯)। পুলিশ জানায়, টঙ্গীর দত্তপাড়া এলাকায় দুই ছিনতাইকারী পথচারীদের গতিরোধ করে গণছিনতাই করছিল। এ সময় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে দরে গণপিটুনি দিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশে সোপর্দ করে। টঙ্গী পূর্ব থানা পুলিশ দুই ছিনতাইকারীকে আহত অবস্থায় গ্রেপ্তার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়।

স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে আশপাশ এলাকার চিহ্নিত ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠে। রাতবিরেত ছাড়াও দিনেদুপুরে চাপাতি ছোরা নিয়ে পথচারীদের উপর হামলে পড়ে সর্বস্ব লুটে নিচ্ছল। ছিনতাইকারীদের উপর স্থানীয় মানুষ ক্ষিপ্ত ছিল আগ থেকে। সুযোগ খুঁজতে থাকে ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দিতে। শনিবার ছিনতাইয়ের সময় ধরা পড়ে গণপিটুনি খায় দুই ছিনতাইকারী।

টঙ্গী পূর্ব থানার ওসি  মুহাম্মদ ফরিদুল ইসলাম জনকণ্ঠকে বলেন, গণধোলাইয়ের শিকার আটকদের মধ্যে একজনের নামে  ৯টি ও আরেকজনের নামে তিনটি ছিনতাইয়ের মামলা রয়েছে থানায়। গণপিটুনিতে আহত দুই ছিনতাইকারীসহ ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

 

রাজু

×