ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

পদ্মাপাড়ে বৃক্ষরোপণে সৌন্দর্য বাড়ছে ‘পদ্মাপুলক’ পর্যটন কেন্দ্রে

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ২০:৫৭, ১২ জুলাই ২০২৫

পদ্মাপাড়ে বৃক্ষরোপণে সৌন্দর্য বাড়ছে ‘পদ্মাপুলক’ পর্যটন কেন্দ্রে

রাজবাড়ীর পদ্মা নদীর তীরে গড়ে ওঠা ‘পদ্মাপুলক পর্যটন কেন্দ্র’-এর প্রাকৃতিক সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় রাজবাড়ী জেলা শহরের গোদারবাজার সংলগ্ন পর্যটন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী এবং সহকারী কমিশনার (এনডিসি) নাহিদ আহমেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষ্ণচূড়া, বকুল, জারুলসহ বিভিন্ন প্রজাতির সৌন্দর্য্যবর্ধক গাছ রোপণ করা হয়। এ আয়োজন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে ব্যাপক আগ্রহ ও প্রশংসা কুড়িয়েছে।

প্রকৃতিপ্রেমীরা মনে করছেন, এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ পদ্মাপাড়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

রাজু

×