ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

হাইকোর্টের আদেশ অমান্য,পরীক্ষা  বঞ্চিত ২০ শিক্ষার্থী

রাজু আহমেদ,কন্ট্রিবিউটিং রিপোর্টার,ঢাকা

প্রকাশিত: ২০:৫৩, ১২ জুলাই ২০২৫

হাইকোর্টের আদেশ অমান্য,পরীক্ষা  বঞ্চিত ২০ শিক্ষার্থী

দৈনিক জনকণ্ঠ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেক) নির্দেশনায় বেসরকারি “আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজে” ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিএসসি কোর্সে ভর্তি হওয়া ২০ জন শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণের ব্যবস্থা না করায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

সুনামগঞ্জের হাওরাঞ্চলভিত্তিক এই নার্সিং কলেজটি দীর্ঘদিন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে প্রশাসনিক অনুমোদনের জন্য আবেদন করলেও নানা জটিলতার কারণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করেনি।

মহামান্য হাইকোর্ট শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের নির্দেশ দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা উপেক্ষা করে, বাদ পড়া শিক্ষার্থীদের ছাড়া অন্যদের জন্য পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় ২০২৫ সালের এপ্রিল মাসে কলেজ পরিদর্শনের জন্য একটি কমিটি গঠন করা হয়। তবে নার্সিং এন্ড মিড ওয়াইফারি কাউন্সিলের প্রকাশিত নোটিশে কলেজের নাম বাদ পড়ায় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না।

৮ মে ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করলেও বাদ পড়া শিক্ষার্থীদের কোনো সুযোগ রাখা হয়নি। কলেজ কর্তৃপক্ষের দাবি মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না থাকায় তারা কার্যক্রম চালাতে পারছে না।

বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডা. নাজমুল ইসলাম জানান, তারা আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন এবং অনুমোদন না থাকায় রেজিস্ট্রেশন ফর্ম দিতে পারছেন না। উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ ইসমাইল পাটোয়ারী ব্যস্ততার অজুহাতে মন্তব্য করতে অস্বীকার করেছেন।

এক বছর অতিক্রম হওয়ার পরও ভর্তি শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ ও হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা সংশ্লিষ্টদের প্রতি দায়িত্ব জ্ঞানহীনতার জবাব দাবি করেছেন।

সিলেটের সচেতন মহল ও অভিভাবকরা এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ কথা চিন্তা করে দ্রুত তাদের পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানাচ্ছেন।

হ্যাপী

×