ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

পাট চাষীদের উন্নয়নের আশ্বাস দিলেন বিএনপি নেতা নওশাদ জমির

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় 

প্রকাশিত: ২০:৫১, ১২ জুলাই ২০২৫

পাট চাষীদের উন্নয়নের আশ্বাস দিলেন বিএনপি নেতা নওশাদ জমির

ছবি: জনকণ্ঠ

বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিনভর জনসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জ্যেষ্ঠ পুত্র, ব্যারিস্টার নওশাদ জমির।

শনিবার (১২ জুলাই) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সিলাইগুটি বাজার সংলগ্ন এলাকায় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সাধারণ মানুষের খোঁজখবর নেন।

এ সময় তিনি এলাকার পাটচাষী কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। কৃষিনির্ভর এই অঞ্চলে পাটচাষে আধুনিকায়ন ও লাভজনকতা নিয়ে তিনি বলেন “পাট চাষকে আধুনিক ও টেকসই করতে যা কিছু প্রয়োজন, রাজনৈতিকভাবে আমরা পাশে থাকব। কৃষকের উন্নয়নে দলীয় পর্যায়ে সহায়তা অব্যাহত থাকবে।”

পরে তিনি রাজনৈতিক হয়রানির শিকার ও কারা নির্যাতনের ভুক্তভোগী ছাত্রদল নেতা মো. বাসার আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। বাসারের বাবা মায়ের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং ন্যায়বিচার ও সহানুভূতির আশ্বাস দেন। এরপর হাটবাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন ব্যারিস্টার নওশাদ জমির। এ সময় তিনি বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা তুলে ধরেন এবং সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গণসংযোগ কালে বিএনপির কেন্দ্রীয় এ নেতার  সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট ভাই, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক,সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নওফল জমির এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এবিষয়ে ব্যারিস্টার নওশাদ জমির বলেন,“মানুষের পাশে থাকাই প্রকৃত রাজনীতি। জনসম্পৃক্ততা এবং মানবিক দৃষ্টিভঙ্গিই আমাদের রাজনৈতিক আদর্শ।”

স্থানীয়দের মতে, ব্যারিস্টার নওশাদ জমিরের এ সফর এলাকায় আশার সঞ্চার করেছে। তাঁর ও পরিবারের মানবিক এবং তৃণমূলঘনিষ্ঠ রাজনৈতিক কর্মকাণ্ড পঞ্চগড়ের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

শহীদ

×