ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভূমিকম্প শোনাও যাবে

প্রকাশিত: ০৬:০৬, ৪ অক্টোবর ২০১৬

ভূমিকম্প শোনাও যাবে

খবরের শিরোনামটা দেখে অসম্ভব মনে হলেও আধুনিক বিজ্ঞানের কাছে অসম্ভবের তালিকা দিন দিন ছোট হয়ে আসছে। সেই সূত্র ধরেই কলম্বিয়া বিশ্বিদ্যালয়ের একদল গবেষক ঘোষণা করেছেন তাদের উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে এখন থেকে ভূমিকম্প শোনাও যাবে। আবার এটির চিত্র, সেই সঙ্গে দেখাও যাবে। গবেষকরা বলেছেন ভূমিকম্পের ফলে যে ‘সিসমিক তরঙ্গ’ তৈরি হয় সেই তরঙ্গকেই শব্দ ও চিত্রে রূপান্তরিত করা হবে। তাঁদের মতে, এই সিসমিক তরঙ্গ শুধু ভূমিকম্প ছাড়াও পৃথিবীর আরও অনেক তথ্য জানাবে। যদিও এই বিশেষজ্ঞ দলের এক গবেষক বলছেন ‘সিসমিক তরঙ্গ’ থেকে এর আগেও শব্দ তৈরি হয়েছে। ‘সিসমো ডোম’ প্রোজেক্টের মাধ্যমে যে শব্দ তরঙ্গ তৈরি হয়েছিল তাকেই এই বিশেষজ্ঞ দল কম্পিউটার কোডের মাধ্যমে লিখিত রূপ দিচ্ছেন। এই শব্দ তরঙ্গের লিখিত রূপ দিয়েছিলেন একজন পদার্থবিদ, তাঁরই দেখানো পথ অনুসরণ করেই এই যুগান্তকারী আবিষ্কার করলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই বিশেষজ্ঞদল। এই আবিষ্কারের ফলে ভূমিকম্পের ‘আফটার শক’-এর ক্ষয়ক্ষতি বেশ খানিকটা এড়ানো যাবে বলেই দাবি তাঁদের। এছাড়াও স্থান এবং সময় সাপেক্ষে ভূমিকম্পের তীব্রতার স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আর ‘টেকটনিক প্লেটের অবস্থান বুঝতেও সাহায্য করবে এই নতুন প্রোজেক্ট। বিজ্ঞানীদের মতে এই আবিষ্কার পৃথিবীর ভূতাত্ত্বিক পরিবর্তনগুলোকেও সহজেই চিহ্নিত করতে পারবে। ফলে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে সহজেই। ওয়েবসাইট অবলম্বনে।
×