ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

যত দামী ফোনই হোক, এই ৫টি ভুল করলেই গতি কমবে—জেনে নিন এখনই!

প্রকাশিত: ১২:৫৬, ৯ জুলাই ২০২৫

যত দামী ফোনই হোক, এই ৫টি ভুল করলেই গতি কমবে—জেনে নিন এখনই!

ছবি: সংগৃহীত

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অ্যান্ড্রয়েড ফোনের গতি কমে যাওয়া সাধারণ ঘটনা। তবে চিন্তার কিছু নেই—কিছু সহজ, কার্যকর কৌশলেই ফোনকে আগের মতো দ্রুত ও স্মার্ট করে তোলা সম্ভব। ফোনে ল্যাগ, হ্যাং বা ধীর গতির মতো সমস্যার সহজ সমাধান রয়েছে।

নিচে দেওয়া হলো কার্যকর কয়েকটি পদ্ধতি, যা ফোনকে করবে আগের মতো দ্রুত ও কার্যক্ষম:

১. নিয়মিত ক্যাশে ক্লিয়ার করুন

অ্যাপ ব্যবহারে ক্যাশে জমে ফোনের গতি কমে যায়। সেটিংস থেকে ‘Storage’ > ‘Cached Data’-এ গিয়ে নিয়মিত ক্যাশে ক্লিয়ার করুন। এতে ফোনের স্টোরেজ খালি হবে, অ্যাপ চলবে দ্রুত, আবার ব্যক্তিগত কোনো তথ্য মুছে যাবে না।

২. অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন

যেসব অ্যাপ ব্যবহার করেন না, সেগুলো ফোনের স্টোরেজ দখল করে রাখে এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, ফলে ফোন স্লো হয়ে যায়। কয়েক সপ্তাহ ধরে না খোলা অ্যাপগুলো মুছে ফেলুন। সেটিংসে গিয়ে ব্যাটারি ও মেমোরি ব্যবহারের রিপোর্ট দেখে কোন অ্যাপ বেশি চাপ দিচ্ছে তা সহজেই বোঝা যাবে।

৩. অ্যানিমেশন বন্ধ করুন

অ্যানিমেশন ফোনের স্ক্রিনে সুন্দর ট্রানজিশন আনলেও এতে গতি কমে যায়। ‘Developer Options’-এ গিয়ে Window animation scale, Transition animation scale ও Animator duration scale কমিয়ে 0.5x অথবা বন্ধ করে দিন। এতে ফোনের নেভিগেশন আরও দ্রুত হবে।

৪. Lite বা ওয়েব ভার্সন ব্যবহার করুন

বড় অ্যাপগুলো বেশি র‍্যাম ও ব্যাটারি ব্যবহার করে। এসব অ্যাপের Lite সংস্করণ ব্যবহার করুন বা সরাসরি ব্রাউজার থেকে চালান। এতে ফোনের গতি বাড়বে, স্টোরেজ কম ব্যবহার হবে এবং ব্যাটারির আয়ু বাড়বে।

৫. সপ্তাহে একবার ফোন রিস্টার্ট করুন

সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করুন। এতে ব্যাকগ্রাউন্ডে চলা সব অপ্রয়োজনীয় প্রসেস বন্ধ হবে ও ফোনের মেমোরি পরিষ্কার হবে। এই ছোট অভ্যাস ফোনের পারফরম্যান্স ভালো রাখতে বড় ভূমিকা রাখে।

আবির

×