ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

অভিভাবকদের জন্য বড় স্বস্তি! ঘরে বসেই এবার স্কুল ফি পরিশোধ করুন মুহূর্তেই

প্রকাশিত: ১০:২৯, ৯ জুলাই ২০২৫; আপডেট: ১০:৩০, ৯ জুলাই ২০২৫

অভিভাবকদের জন্য বড় স্বস্তি! ঘরে বসেই এবার স্কুল ফি পরিশোধ করুন মুহূর্তেই

ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানের ফি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে। এ ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে এবি ব্যাংকের ‘স্কুল ব্যাংকিং’ সেবা। শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা আরও সহজ করতে এবি ব্যাংক নিয়ে এসেছে ৩৬০ ডিগ্রি ফি ব্যবস্থাপনা সমাধান, যা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সমানভাবে কার্যকর।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এই সেবার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকরা ঘরে বসেই সহজে টিউশন ফি পরিশোধ করতে পারছেন। বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশ, টি-ক্যাশসহ যেকোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা যেকোনো ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে তাৎক্ষণিক পেমেন্ট করা যাচ্ছে।

এ ছাড়া পেমেন্টের সঙ্গে সঙ্গেই অভিভাবকরা পাচ্ছেন তাৎক্ষণিক এসএমএস ও ইমেইল কনফার্মেশন, যা পেমেন্টের নিরাপত্তা নিশ্চিত করছে। পাশাপাশি, চালান ও রশিদের কপি ডাউনলোড করেও সংরক্ষণ করা যাচ্ছে।

শুধু শিক্ষার্থী বা অভিভাবক নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যও রয়েছে বিশেষ সুবিধা। প্রতিষ্ঠানগুলো এই প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই ফি সংগ্রহ, হিসাব-নিকাশ, রেকর্ড সংরক্ষণসহ পুরো ফি ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে পারবে, যা ব্যবস্থাপনাগত ঝামেলা অনেকটাই কমিয়ে দেবে।

এবি ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের আরও কাছাকাছি আনতেই এই সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর সেবা চালু করা হয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবক-শিক্ষার্থীদের জীবন আরও সহজ হবে বলে আশা করছে তারা।

সেবাটি নিয়ে বিস্তারিত জানতে বা মিটিং নির্ধারণ করতে ১৬২০৭ নম্বরে কল কিংবা [email protected] ঠিকানায় ইমেইল করার পরামর্শ দিয়েছে এবি ব্যাংক।
 

তথ্যসূত্র: এবি ব্যাংক ওয়েবসাইট

আবির

×