ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ভালোবাসার মানুষটি আদতে কেমন? মুহূর্তেই বলে দেবে ভাইরাল হওয়া এই ছবি

প্রকাশিত: ১৪:৪৬, ৮ জুলাই ২০২৫

ভালোবাসার মানুষটি আদতে কেমন? মুহূর্তেই বলে দেবে ভাইরাল হওয়া এই ছবি

ছবি: সংগৃহীত।

আপনি যাকে ভালোবাসেন, সেই মানুষটি প্রকৃতপক্ষে কেমন — তা হয়তো জানতে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। কিন্তু ভাইরাল হওয়া একটি বিশেষ অপটিক্যাল ইল্যুশন ছবির মাধ্যমে মুহূর্তেই তা বোঝা সম্ভব বলে মনে করছেন মনোবিজ্ঞানীরা।

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যার মাধ্যমে নাকি বোঝা যায় আপনি এবং আপনার ভালোবাসার মানুষ একে অপরের প্রতি কতটা একনিষ্ঠ ও আন্তরিক।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া ছবিটি ইনস্টাগ্রামে @octavio._.ocampo নামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। ছবিটির নির্মাতা হলেন অক্টাভিও অকাম্পো, একজন মেক্সিকান শিল্পী। তিনি এমন সব চিত্রকর্ম আঁকেন যা দৃষ্টিভ্রম সৃষ্টি করে এবং নানা ব্যাখ্যার সুযোগ রাখে। তাঁর আঁকা অনেক অপটিক্যাল ইল্যুশন ইতোমধ্যেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে।

এই চিত্রকর্মে দেখা যায়, নীল আকাশে অনেকগুলো পায়রা স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে। প্রথম দেখায় এটি সাধারণ একটি দৃশ্য বলে মনে হলেও, মনোবিশেষজ্ঞরা বলছেন — আপনি ছবিটিতে প্রথমে কী দেখছেন, সেটাই বলে দিতে পারে আপনি ভালোবাসার সম্পর্কে কতটা একনিষ্ঠ।

ছবিটিতে কী দেখছেন?

যদি প্রথম দেখাতেই আপনি শুধুমাত্র পায়রা দেখতে পান, তাহলে মনোবিজ্ঞানীদের মতে, আপনি হয়তো সম্পর্কের প্রতি খুব বেশি আস্থাশীল নন। এ ধরনের মানুষ সাধারণত খুব দ্রুত সম্পর্ক থেকে সরে আসেন বা গভীরতা তৈরি করতে দ্বিধা করেন। তাই আপনার সম্পর্ক দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

অন্যদিকে, যারা ছবিটিতে প্রথমেই একটি মেয়ের মুখ দেখতে পান, তাদের জন্য রয়েছে শুভবার্তা। এই ব্যক্তিরা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত একনিষ্ঠ, বিশ্বস্ত ও সৎ হয়ে থাকেন। তারা জীবনে সংগঠিত, দায়িত্বশীল এবং পার্টনার হিসেবে পারফেক্ট বলেই বিবেচিত হন।

মনোবিদদের পরামর্শ

মনোবিদরা বলছেন, এই ধরনের অপটিক্যাল ইল্যুশনের ছবিগুলো কেবল বিনোদনই দেয় না, বরং মানুষের মনস্তত্ত্বের একটি অংশ তুলে ধরে। এটি ভালোবাসার মানুষের সম্পর্কে আপনার উপলব্ধি এবং তার মানসিক গঠন বুঝতে সহায়ক হতে পারে।

ছবিটি দেখতে দেওয়ার পর আপনার সঙ্গী বা প্রিয়জন প্রথমে কী দেখেন — তা খেয়াল করলেই কিছুটা ধারণা পাওয়া যেতে পারে তার মানসিকতা সম্পর্কে।

এই ছোট্ট পরীক্ষার মাধ্যমেই হয়তো আপনি খুঁজে নিতে পারবেন নিজের “সঠিক মানুষটি”।

সায়মা ইসলাম

×